জিজ্ঞাসা–৪৫০: আসসালামু আলাইকুম। হুজুর, নাপাক কাপড় গোসল করে পড়লে শরীর কি নাপাক হয়ে যাবে? — Md. Hameem farooq
জবাব: وعليكم السلام ورحمة الله وبركاته
গোসল করে নাপাক কাপড় পরার পর যদি শরীরে নাপাকি দেখা যায় কিংবা নাপাকির গন্ধ অথবা রং প্রকাশ পায় তবে শরীরের যে জায়গায় লেগেছে সে জায়গা নাপাক হয়ে যাবে। পুরা শরীর নাপাক হবে না। সুতরাং ঐ জায়গা ধুয়ে নিতে হবে। আর যদি নাপাকি দেখা না যায় কিংবা নাপাকির গন্ধ অথবা রং প্রকাশ না পায় তাহলে নাপাক হবে না। (ফাতাওয়া হিন্দিয়া ১/৬২; রদ্দুল মুহতার ১/৪০২)
والله اعلم بالصواب
উত্তর দিয়েছেন
শায়েখ উমায়ের কোব্বাদী
শায়েখ উমায়ের কোব্বাদী