জিজ্ঞাসা–২২৬: আস্সালামু আলাইকুম ,হুজুর আমার জানার বিষয় হলো ফজরের নামাজ না পড়ে যদি সূর্য উদিত হওয়ার আগে কেও ঘুমায় তাহলে কি আল্লাহর লা’নত বর্ষিত হয় ? দয়া করে দলিল সহ জানালে খুব উপকৃত হবো। –মিজানুর রহমান: [email protected]
জবাব: وعليكم السلام ورحمة الله وبركاته
আল্লাহ তাআলা বলেন, إِنَّ الصَّلاَةَ كَانَتْ عَلَى الْمُؤْمِنِينَ كِتَابًا ‘مَّوْقُوتًا ‘নিশ্চয় নামাজ মুমিনদের উপর ফরয নির্দিষ্ট সময়ের মধ্যে।’ (সূরা নিসা ১০৩) আর ফজরের নামাজের জন্য নির্দিষ্ট সময় হল– সুবহে সাদিক হতে সূর্য ওঠার আগ পর্যন্ত। সুতরাং কেউ ইচ্ছাকৃতভাবে এই সময়ের মধ্যে আদায় না করলে তার কবিরা গুনাহ হবে।
হাদীসে এসেছে,
عَنْ أَبِي هُرَيرَةَ رضي الله عنه : قَالَ رَسُولُ اللهِ صلى الله عليه وسلم :«لَيْسَ صَلاَةٌ أَثْقَلَ عَلَى المُنَافِقِينَ مِنْ صَلاَةِ الفَجْرِ وَالعِشَاءِ، وَلَوْ يَعْلَمُونَ مَا فِيهِمَا لأَتَوْهُمَا وَلَوْ حَبْواً
আবূ হুরাইরা রাযি. হতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ ﷺ বলেছেন, মুনাফিকদের উপর ফজর ও এশার নামাজ অপেক্ষা অধিক ভারী নামাজ আর নেই। যদি তারা এর ফজিলত ও গুরুত্ব জানত, তাহলে হামাগুড়ি দিয়ে বা পাছার ভরে অবশ্যই (মসজিদে) উপস্থিত হত। (বুখারি ৬৫৭, ৬৪৪, ৬৫৭, ২৪২০, ৭২২৪, মুসলিম ৬৫১ তিরমিযি ২১৭ নাসায়ি ৮৪৮ আবু দাউদ ৭২৬০, ৭৮৫৬, ২৭৩৬৬, ২৭৪৭৫, মুওয়াত্তা মালিক ২৯৯ দারেমি ১২১২, ১২৭৪)
অপর হাদীসে এসেছে,
عَنْ أَبي زُهَيرٍ عُمَارَةَ بنِ رُؤَيْبَةَ رضي الله عنه قَالَ: سَمِعتُ رَسُولَ اللهِ صلى الله عليه وسلم، يَقُوْلُ: لَنْ يَلِجَ النَّارَ أَحَدٌ صَلَّى قَبْلَ طُلُوعِ الشَّمْسِ وَقَبْلَ غُرُوبِهَا» يعني: الفَجْرَ والعَصْرَ
আবূ যুহাইর ‘উমারাহ ইবনে রুআইবাহ রাযি. হতে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূলুল্লাহ ﷺ-কে বলতে শুনেছি যে, যে ব্যক্তি সূর্যোদয় ও সূর্যাস্তের পূর্বে (অর্থাৎ ফজরের ও আসরের নামাজ) আদায় করবে, সে কখনো জাহান্নামে প্রবেশ করবে না। (মুসলিম ৬৩৪, নাসায়ি ৪৭১, ৪৮৭, আবু দাউদ ৪২৭, আহমদ ১৬৭৬৯, ১৭৮৩৩)
আর প্রশ্নে বর্ণিত হাদীসটি আমি পাই নি। এরূপ হাদীস আছে কিনা–আমার জানা নেই।
মাওলানা উমায়ের কোব্বাদী
আরো পড়ুন: নামাজের মধ্যে ঘড়ি দেখলে কী হয়?
আরো পড়ুন: নামাজে দৃষ্টি কোথায় রাখবে?
আরো পড়ুন: তাশাহুদের সময় আঙ্গুল নাড়াচাড়া করা যাবে কি?
আরো পড়ুন: চোখ বন্ধ করে নামাজ পড়া যাবে কি?
আরো পড়ুন: হানাফী-নামায কি নবীজীর নামায নয়?
আরো পড়ুন: গর্ভবতী-মায়ের নামাজ এবং কিছু পরামর্শ
আরো পড়ুন: নামাজে মনোযোগ ধরে রাখার উপায়
আরো পড়ুন: বাজে চিন্তার কারণে নামাজ নষ্ট হয় কি?
শুনুন: নামাজ সম্পর্কে চমৎকার বয়ান