জিজ্ঞাসা–১২৯১: আসসালামু আলাইকুম। শায়েখ, আমার প্রশ্নটি হলো , আমি একটি সরকারি সেবামূলক প্রতিষ্ঠানে গিয়েছিলাম; তো তারা আমার কাছ থেকে ঘুস আদায় করেছে কায়দায় ফেলে আমি অপারগ ছিলাম আমার কী গোনাহ হবে? আমার করনীয় কী?–Amdaul islam
জবাব: وعليكم السلام ورحمة الله وبركاته
নিঃসন্দেহে ঘুষের লেনদেন হারাম ও কবিরা গুনাহ। আব্দুল্লাহ ইবন আমর রাযি. থেকে বর্ণিত, তিনি বলেন,
لَعَنَ رَسُولُ اللَّهِ ﷺ الرَّاشِي وَالْمُرْتَشِي
রাসূলুল্লাহ ﷺ ঘুষদাতা ও ঘুষগ্রহীতাকে লানত করেছেন। (আবুদাউদ ৩৫৮০, আহমাদ ৬৭৯১)
তবে কোনো ব্যক্তি যদি নিজের হক আদায় করতে, কিংবা জুলুম থেকে বাঁচার উদ্দেশ্যে ঘুষ দিতে বাধ্য হয় তাহলে তার জন্য ঘুষ দেয়া জায়েয আছে। কেননা, সে তো বাধ্য হয়ে দিয়েছে, এখানে কিছু করার নেই। সুতরাং এক্ষেত্রে সে আল্লার কাছে তাওবা করবে। খাত্তাবী রহ. বলেন,
إذا أَعطى ليتوصل به إلى حقه ، أو يدفع عن نفسه ظلماً : فإنه غير داخل في هذا الوعيد
‘কোনো ব্যক্তি যদি নিজের অধিকার আদায় করতে গিয়ে কিংবা নিজের উপর জুলুম প্রতিহত করতে গিয়ে ঘুষ দেয় তাহলে সে উক্ত সতর্কবাণীর (লানত) অন্তর্ভুক্ত হবে না।’ (মাআলিমুস সুনান ৫/২০৭)