জিজ্ঞাসা–১৩০৪: ইমামের সাথে চার রাকাতবিশিষ্ট নামাজে যদি শেষের দুই রাকাতে শামিল হয়ে পড়ার পর, সালাম ফিরানোর পর আমি কি বাকি দুই রাকাত নামাজে সুরা ফাতির সাথে অন্য সুরা মিলিয়ে নামাজ শেষ করতে হবে, নাকি শুধু সূরা ফাতিহা পড়েই নামাজ শেষ করতে হবে?–সাইফুল ইসলাম।
জবাব: চার রাকাতবিশিষ্ট নামাজের জামাতে দুই রাকাত ছুটে গেলে যথারীতি উভয় রাকাতে সূরা ফাতিহা ও সুরা মিলিয়ে পড়বে এবং এর প্রথম রাকাতে না বসে শেষ রাকাতে বসে তাশাহহুদ, দরুদ ও দোয়া পড়ে সালাম ফেরাবে। (খুলাসাতুল ফাতাওয়া ১/১৬৫)
والله أعلم بالصواب
উত্তর দিয়েছেন
শায়েখ উমায়ের কোব্বাদী
শায়েখ উমায়ের কোব্বাদী