চার রাকাত-বিশিষ্ট নামাযে প্রথম বৈঠক করতে ভুলে গেলে করণীয়

জিজ্ঞাসা–৪১৬: চার রাকাতের নামাজে দুই রাকাত বসতে ভুলে গেলে বা সন্দেহ হলে কি করা উচিত?– আমির আদনান

জবাব: চার রাকাত-বিশিষ্ট নামাযে দুই রাকাতের সময় বসা ওয়াজিব। কেউ ভুলে উক্ত প্রথম বৈঠক না করে দাঁড়িয়ে গেলে কিংবা প্রথম বৈঠক করেনি মর্মে প্রবল ধারণা হলে; এ কারণে সাহু সিজদা ওয়াজিব হয়। সাহু সিজদা দিলে নামায আদায় হয়ে যাবে। (ফাতহুল কাদীর ১/৪৪৪; আলবাহরুর রায়েক ২/১০১)

والله اعلم بالصواب

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

seventeen + six =