জিজ্ঞাসা–১৫১৭: আসসালামু আলাইকুম। মানুষের শরীরের যে অংশটুকু অন্য মানুষ দেখা জায়েজ না, মানুষের ছবিতে কি সেই অংশটুকু দেখা যাবে? ওই অংশ বরাবর শরীরের ভেতরের অঙ্গগুলো এবং কোনো কঙ্কালের চিত্রের অংশ কি দেখা যাবে?–Nafisa
জবাব: وعليكم السلام ورحمة الله وبركاته
এক. প্রিয় প্রশ্নকারী বোন, যে সকল দৃশ্য বাস্তবে দেখা নাজায়েয, সেগুলো ছবি কিংবা ভিডিওতে দেখা নাজায়েয। আর যে সকল দৃশ্য বাস্তবে দেখা জায়েয, সেগুলো ছবি কিংবা ভিডিওতে দেখা জায়েয। হাদীস শরিফে এসেছে, রাসূলুল্লাহ ﷺ বলেছেন,
.ثلاثة لا ترى أعينهم النار : عين حرست في سبيل الله ، وعين بكت من خشية الله ، وعين غضت عن محارم الله
তিন শ্রেণীর লোক যাদের চোখ জাহান্নাম দেখবে না। যে চোখ আল্লাহর রাস্তায় পাহারা দিয়েছে। যে চোখ আল্লাহর ভয়ে কেঁদেছে। যে চোখ আল্লাহর নিষিদ্ধ স্থান থেকে বিরত থেকেছে। (তাবরানি ১০০৩)
দুই. কঙ্কালের ছবি দেখা জায়েয তবে মানুষের কঙ্কাল সংরক্ষণ করা নাজায়েয। কেননা, হাদীস শরিফে এসেছে, রাসূলুল্লাহ ﷺ বলেছেন,
كَسْرُ عَظْمِ الْمَيِّتِ كَكَسْرِهِ حَيًّا
মৃত ব্যক্তির হাড় ভাঙ্গা, জীবিতকালে তার হাড় ভাঙারই মতো। (আবু দাউদ ৩২০৭, ইবনু মাজাহ ১৬১৬)
উক্ত হাদীসের ব্যাখ্যায় আল্লামা তীবী রহ. বলেন,
إِشَارَة إِلَى أَنَّهُ لَا يُهَان مَيِّتًا كَمَا لَا يُهَان حَيًّا
এতে একথার প্রতি ইঙ্গিত রয়েছে যে, মৃত ব্যক্তির সঙ্গে অসম্মানজনক কাজ করা যাবে না, যেমন জীবিতের সঙ্গে করা যায় না। (আউনুল মা’বুদ ৯/১৮)
শায়েখ উমায়ের কোব্বাদী