ছেলে নেই, বাবা কি তার সব সম্পত্তি মেয়েদেরকে দিতে পারবে?

জিজ্ঞাসা–১০৮২: শুধু দুই মেয়ে থাকলে বাবা কি তার সব সম্পত্তি মেয়েদের নামে লিখে দিতে পারবে?–Nahar

জবাব: শরীয়তের দৃষ্টিতে মেয়েদের পাওয়ার কথা ছিল তিনের দুই ভাগ। কিন্তু বাবা তার জীবদ্দশায় সুস্থ থাকা অবস্থায় যে কাউকে তার সমুদয় সম্পত্তি লিখে দিতে পারে। সেই হিসেবে  দুই মেয়েকেও সমুদয় সম্পত্তি লিখে দিতে পারে। তাফসীরে বায়যাবী (১/৭)-তে এসেছে,

والمالك هو المتصرف فى الأعيان  المملوكة كيف شاء الخ

‘বস্তুর মালিক বস্তুতে যেভাবে ইচ্ছে হস্তক্ষেপ করেতে পারে।’

তবে কাউকে ঠকানোর উদ্দেশ্য সমুদয় সম্পদ লিখে দিলে কাজটি প্রয়োগ হয়ে গেলেও বাবা গোনাহগার হবেন। কেননা, রাসূল ﷺ বলেছেন,

مَنْ فَرَّ مِنْ مِيرَاثِ وَارِثِهِ، قَطَعَ اللَّهُ مِيرَاثَهُ مِنَ الْجَنَّةِ يَوْمَ الْقِيَامَةِ

‘যে ব্যক্তি ওয়ারিসকে মিরাস থেকে বঞ্চিত করবে, আল্লাহ তাকে জান্নাতের মিরাস থেকে বঞ্চিত করবেন।’ (ইবনে মাজাহ ২৭০৩)

والله اعلم بالصواب
উত্তর দিয়েছেন
শায়েখ উমায়ের কোব্বাদী

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

5 × 1 =