টিকিট ছাড়া ট্রেন ভ্রমণ করলে কি গুনাহ হবে?

জিজ্ঞাসা–১০৯৯: আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ, টিকিট ছাড়া রেল ভ্রমণ করলে কি গুনাহ হয়? ট্রেনে চলাচলকালে অনেক সময় টিকেট না থাকলে ড্রাইভার কিংবা টিটিকে কিছু টাকা দিলে যাওয়ার ব্যবস্থা হয়। জানার বিষয় হলো, এটা কি জায়েজ? এক্ষেত্রে কাফফারা করবো কিভাবে? আর কাফফারার ক্ষেত্রে ট্রেনে দাড়িয়ে গেলেও কি যারা বসে যায় তাদের টিকেটের সমমূল্য টিকেট কিনতে হবে? আমি যদি কাফফারা করতে গিয়ে ট্রেনের টিকেট কিনে ছিড়ে ফেলি, আমার সন্দেহ হয় এক্ষেত্রে আমার সন্দেহ হয় টাকাগুলো দূর্নীতিবিদদের হাতে যাচ্ছে। দান সাদাকা করে এর কাফফারা করা যাবে না? না গেলে কিভাবে করবো জানাবেন।– Tusher

জবাব: وعليكم السلام ورحمة الله وبركاته

টিকেট নেওয়া ছাড়া ট্রেনে যাতায়াত করা বৈধ নয়। নিয়মতান্ত্রিক টিকেট গ্রহণ না করে ড্রাইভার কিংবা টিটিকে টাকা দিলেও তা ভাড়া হিসেবে গণ্য হবে না। বরং সেটা হবে ঘুষ। যা সম্পূর্ণ নাজায়েয। সুতরাং এভাবে কখনো ট্রেনে ভ্রমণ করে থাকলে সমপরিমাণ মূল্যের সিটবিহীন টিকেট কেটে ছিড়ে ফেলবেন। এতে আপনি উক্ত অপরাধ থেকে মুক্ত হতে পারবেন। (ফাতহুল কাদির৬/৩৫৯; তাফসিরে মাজহারি ৩/১৪৫; ইমদাদুল ফাতাওয়া ৩/৪৪৫)

হাদিসে এসেছে, আবদুল্লাহ ইবনু আমর রাযি. বলেন,

لَعَنَ رَسُولُ اللَّهِ الرَّاشِي وَالْمُرْتَشِي

ঘুষ গ্রহণকারী ও ঘুষ প্রদানকারী দু’জনকেই রাসূলুল্লাহ অভিসম্পাত করেছেন। (জামে তিরমিজি ৩৩৭)

উল্লেখ্য, আপনার সন্দেহের এখানে কোনো মূল্য নেই। আপনার কাজ হল, শরিয়তের মাসআলার উপর আমল করা।

والله اعلم بالصواب
উত্তর দিয়েছেন
শায়েখ উমায়ের কোব্বাদী

মাসিক আলকাউসার অবলম্বনে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

11 + nineteen =