ঠান্ডাজনিত সমস্যার কারণে তায়াম্মুম করা যাবে কি?

জিজ্ঞাসা–২৭৬: আসছালামুআলাইকুম ওয়া রহমতুল্লাহ। আশা করি আল্লাহর রহমতে ভালোই আছেন। আমার বিবির ঠান্ডাজনিত সমস্যা আছে। পানি ব্যবহার করলে তার হাঁচি উঠে তা অস্বাভাবিক। বিশেষ করে সকালে। এ অবস্থায় তায়াম্মুম করা যাবে কি? জানালে উপকৃত হব।–Md Rabiul islam

জবাব: وعليكم السلام ورحمة الله وبركاته

শরীয়তের মাসআলা হল, কেউ যদি পানি ব্যবহারে অক্ষম হয়– পানি না থাকার কারণে কিংবা পানি থাকলেও এর ব্যবহারে রোগের ক্ষতি হতে পারে তাহলে সে ব্যক্তি পানি দিয়ে অজু-গোসল করার পরিবর্তে মাটি দিয়ে তায়াম্মুম করতে পারেন। কেননা আল্লাহ তাঅালা বলেন,

إِنْ كُنْتُمْ مَرْضَى أَوْ عَلَى سَفَرٍ أَوْ جَاءَ أَحَدٌ مِنْكُمْ مِنَ الْغَائِطِ أَوْ لامَسْتُمُ النِّسَاءَ فَلَمْ تَجِدُوا مَاءً فَتَيَمَّمُوا صَعِيدًا طَيِّبًا

“আর যদি তোমরা অসুস্থ হও বা সফরে থাক বা তোমাদের কেউ মলত্যাগ করে আসে বা তোমরা স্ত্রী সহবাস কর এবং পানি না পাও তবে পবিত্র মাটি দিয়ে তায়াম্মুম করবে।”(সূরা মায়েদা: ৬)

এ আয়াতে দলিল রয়েছে যে, অসুস্থ ব্যক্তি পানি ব্যবহার করার ফলে যদি তার মৃত্যু ঘটা, কিংবা রোগ বেড়ে যাওয়া কিংবা আরোগ্য লাভ বিলম্ব হওয়ার আশংকা থাকে সেক্ষেত্রে তিনি তায়াম্মুম করতে পারবেন।

প্রিয় প্রশ্নকারী দীনি ভাই, সুতরাং যেহেতু অাপনার স্ত্রী পানি ব্যবহার করলে ঠান্ডাজনিত সমস্যা হাঁচি অস্বাভাবিকভাবে বেড়ে যায়, তাই প্রথমত তার কর্তব্য হচ্ছে, তিনি গরম পানি ব্যবহার করবেন। কেননা আল্লাহ তাঅালা বলেন,  فاتَّقوا الله ما استَطَعْتُم “তোমরা সাধ্যানুযায়ী আল্লাহ্‌কে ভয় কর।” (সূরা তাগাবুন : ১৬) এরপর গরম পানি ব্যবহারেও যদি তার ক্ষতি হওয়ার আশংকা থাকে কিংবা পানি গরম করার মতো কোনো ব্যবস্থা না থাকে সেক্ষেত্রে আপনার স্ত্রীর ওজর গ্রহণযোগ্য এবং তিনি তখন তায়াম্মুম করতে পারবেন।

আমরা আল্লাহ্‌র কাছে আপনার স্ত্রীর রোগমুক্তির জন্য দোয়া করছি। তার এ সমস্যা যেন গুনাহমুক্তির কারণ হয় এবং মর্যাদা বৃদ্ধির মাধ্যম হয় সে দোয়া করছি।

والله اعلم بالصواب
উত্তর দিয়েছেন
শায়েখ উমায়ের কোব্বাদী

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ten + ten =