জিজ্ঞাসা-২৯: আমার ছোট খালা ডেসটিনি কোম্পানীর সাথে জড়িত হয়ে সেখানে কাজ করতেন। তিনি সেখান থেকে বেতনও পেতেন। কিছুদিন পর সেখানে সমস্যা হলে তিনি চলে আসেন। জানার বিষয় হলো তার জন্য ডেসটিনি কোম্পানীর সাথে জড়িত হয়ে কাজ করা কি জায়েয হয়েছে? যদি না হয় তাহলে সেখান থেকে যে অর্থ তিনি পেয়েছেন তা কী করবেন?–মোছা. শামসুন্নাহার,জুরাইন, ঢাকা
জবাব : ডেসটিনিসহ সকল মালটিলেভেল মার্কেটিং কোম্পানিগুলোতে শরিয়াহ পরিপন্থী অনেক বিষয় যেমন- সুদ-ধোঁকা ইত্যাদি বিদ্যমান থাকায় ওই সব কোম্পানিতে চাকুরি করা নাজায়েয। সেমতে আপনার খালার ডেসটিনিতে চাকুরি করা এবং বেতন ভাতা গ্রহণ করা কোনোটাই বৈধ হয়নি। তার কর্তব্য হচ্ছে উক্ত অর্জিত অর্থ সওয়াবের নিয়ত ব্যতিরেকে গরিবদেরকে সদকা করে দেওয়া। (ফাতাওয়া শামি : ৬/৫, ফাতাওয়া উসমানি : ৩৩/১২০)
والله اعلم بالصواب
উত্তর দিয়েছেন
শায়েখ উমায়ের কোব্বাদী
শায়েখ উমায়ের কোব্বাদী
আরো পড়ুন
- ব্যংকে প্রকৌশলি হিসেবে চাকরী করা কি জায়েজ হবে?
- অনলাইন গেমের টপআপ বিক্রি কি জায়েয?
- সুদী ব্যাংক থেকে শিক্ষাবৃত্তি গ্রহণ করা যাবে কি?
- হুন্ডি ব্যবসা কি হালাল?
- ট্যাক্স ফাঁকি দিলে গুনাহ হবে কি?
- ইসলামী ব্যাংকে চাকুরী করা হালাল না হারাম?
- বেন ১০ কার্টুন দেখা যাবে কি?
- ইথিক্যাল হ্যাকিং পেশা কি হালাল?
- রেইনবো কালার কোডেড কোরআন ব্যবহারের বিধান
- ফেসবুক, টুইটার, ইন্সটাগ্রামে নিজের ছবি ব্যবহার এবং হারাম উপার্জনকারীর হাদিয়া গ্রহণ প্রসঙ্গে