তারাবির নামাজ পড়ার সময় ঘুম আসলে কি নামাজ ভেঙ্গে যাবে?

জিজ্ঞাসা–৭৯৮: তারাবির নামাজ পড়ার সময় ঘুম আসলে কি নামাজ ভেঙে যাবে?– Mohammad Mushfiqur Rahman

জবাব: যে কোনো ঘুমে অযু বা নামাজ ভাঙ্গে না। বরং চিৎ বা কাত হয়ে হেলান দিয়ে ঘুমালে অযু ভাঙ্গে। এর দলিল হল, ইবনে আব্বাস রাযি. থেকে বর্ণিত। রাসুলুল্লাহ ﷺ বলেছেন,

لَيْسَ عَلَى مَنْ نَامَ سَاجِدًا وُضُوءٌ، حَتَّى يَضْطَجِعَ، فَإِنَّهُ إِذَا اضْطَجَعَ، اسْتَرْخَتْ مَفَاصِلُهُ

সিজদা অবস্থায় ঘুমালে অজু ভঙ্গ হয় না, তবে চিৎ হয়ে শুয়ে পড়লে ভেঙ্গে যাবে, কেননা চিৎ বা কাৎ হয়ে শুয়ে পড়লে শরীর ঢিলে হয়ে যায়। [ফলে বাতকর্ম হয়ে যাবার সম্ভাবনা রয়েছে] (মুসনাদে আহমাদ ২৩১৫ আবু দাউদ ২০২)

والله اعلم بالصواب
উত্তর দিয়েছেন
শায়েখ উমায়ের কোব্বাদী

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

18 + fourteen =