জিজ্ঞাসা–৭৯৩: তারাবির সালাত জামাতের সাথে আদায় না করলে সালাত আদায় হবে কী?–ফজলুল করিম।
জবাব: পুরুষদের জন্য তারাবীহ নামায জামাতের সাথে পড়া সুন্নতে মুআক্কাদা আলাল কিফায়া। অর্থাৎ এলাকার একদল পড়ে নিলে অন্যরা জামাতের দায়িত্ব থেকে মুক্ত হবে। অন্যথায় প্রত্যেকেই গুনাহগার হবে। যে পুরুষ একাকী তারাবীহ পড়বে তার সুন্নত আদায় হয়ে যাবে। কিন্তু সে জামাতের সওয়াব থেকে বঞ্চিত হবে।
পক্ষান্তরে নারীদের জন্য তারাবীহ নামায জামাতের সাথে পড়া সুন্নতে মুআক্কাদা আলাল কিফায়া নয়। বরং তারা ঘরে একাকী পড়লে বেশি সাওয়াব পাবে। (ফাতাওয়া জামেয়া বিন্নুরী টাউন, ফতওয়া নং ১৪৩৯০৯২০০২৮৫)
والله اعلم بالصواب
উত্তর দিয়েছেন
শায়েখ উমায়ের কোব্বাদী
শায়েখ উমায়ের কোব্বাদী