তালাক দিয়ে দিব বললে বিয়ের কোনো ক্ষতি হয় কিনা?

জিজ্ঞাসা–৬০৫: আমার প্রশ্ন হল, আমি যদি আমার ওয়াইফকে কথায় কথায় বলি বেশি ফাইজলামি করো না তিন তালাক একসাথে দিয়ে দেব বা তালাক দিয়ে দিব তালাক দিয়ে দিব- এরকম শব্দ বারবার ব্যবহার করার দ্বারা বিবাহের মাঝে কি কোন ধরনের সমস্যা হতে পারে? Abdul Halim

জবাব: যদি বাস্তবেই প্রশ্নেল্লেখিত শব্দ আপনার স্ত্রীকে বলে থাকেন, তাহলে এর দ্বারা বিয়ের কোনো ক্ষতি বা তালাক হয় না। (ফাতাওয়া উসমানী ২/৩৪৫)

তবে তালাক অত্যন্ত স্পর্শকাতর বিষয়, তাই এজাতীয় শব্দ যেকোনোভাবে ব্যবহার করা থেকে বিরত থাকা উচিত। কেননা, তালাক-সংক্রান্ত আয়াতে আল্লাহ তাআলা বলেন,

وَلا تَتَّخِذُوا آيَاتِ اللَّهِ هُزُواً

আর আল্লাহর নির্দেশকে হাস্যকর বিষয়ে পরিণত করো না। (সূরা বাকারা ২৩১)

والله اعلم بالصواب
উত্তর দিয়েছেন
শায়েখ উমায়ের কোব্বাদী
আরো পড়ুন–
স্বামী স্ত্রীর মাঝে আদর্শিক দ্বন্দ্ব; তাহলে কি তালাকের উপদেশ দিব?
‘ভালো থেকো’ লিখে স্ত্রীকে পাঠালে কি স্ত্রী তালাক হয়ে যাবে?
খোলা-তালাকের পর ইদ্দত
তিন তালাকের বিধান
মনে মনে তালাকের চিন্তা করলে তালাক হয় কিনা?
এক সঙ্গে তিন তালাক দিয়েছে–এখন কী করবে?
বাবা-মায়ের কথায় স্ত্রীকে তালাক দেয়া যাবে কিনা?
ঘুমের ঘোরে স্ত্রীকে ‘তুই তালাক’ বললে তালাক হয় কিনা?
স্ত্রীর অভিযোগ; স্বামী তাকে মারধোর করে…
স্ত্রীকে বোন,স্বামীকে ভাই বলে সম্বোধন করা যাবে কি?

��ন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

20 + three =