তালাক স্ত্রীকে শুনিয়ে দিতে হবে কি?

জিজ্ঞাসা–৮৫৭: السلام عليكم কোন সামী যদি এক সাথে তিন طلاق দেয় এবং বিবি তা শুনতে পায় না, তাহলে কি طلاق হবে?– আতিকুর রহমান

জবাব: وعليكم السلام ورحمة الله وبركاته

তালাক স্ত্রীকে শুনিয়ে দিতে হবে কিংবা সাক্ষী রাখতে হবে; তালাকের ক্ষেত্রে এজাতীয় কোনো শর্ত নেই। বরং ফকিহগণের ঐকমত্য হল, স্বামী যদি নির্জনে একা একা বসে তালাক দেয় তাহলেও তালাক হয়ে যায়। (রদ্দুল মুহতার ৪/৯৬, দারু আলামিল কুতুব,রিয়াদ, আল্মুহীতুল বুরহানী ৩/২১০)

والله اعلم بالصواب
উত্তর দিয়েছেন
শায়েখ উমায়ের কোব্বাদী
আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

two + 16 =