জিজ্ঞাসা–৩২৩: আসসালামুআলাইকুম। হযরত, আমি কি রাতের তাহাজ্জুদ/বিতির নামাজে কেরাত জোড়ে পড়তে পারি? কেননা যখন আমি নিরিবিলিতে একা এসব নামাজ আদায় করি তখন আস্তে কেরাতের মনোযোগ চেয়ে জোরে কেরাত পড়লে বেশি মনোযোগী হতে পারি। মেহেরবানী করে জানাবেন।–মুহাম্মদ মেহেদী হাসান: [email protected]
জবাব: وعليكم السلام ورحمة الله وبركاته
দিনের নফল নামাযে নিম্নস্বরে কেরাত পড়া ওয়াজিব। রাতের নফল নামাযে উচ্চস্বরে ও নিম্নস্বরে দুভাবেই পড়া যায়। তাবিঈ হাকিম ইবন ই’কাল রহ. দিনের নামাযে উচ্চস্বরে কেরাত পা থেকে নিষেধ করতেন এবং বলতেন, يَرْفَعُ بِاللَّيْلِ إِنْ شَاءَ রাতের নামাযে ইচ্ছে হলে উচ্চস্বরে পড়বে। (মুসান্নাফে ইবনে আবী শাইবা: ৩৬৭১)
তবে রাতের নফল নামাযে অন্তত এই পরিমাণ উচ্চস্বরে পড়া উত্তম, যাতে নিজে স্পষ্ট শুনতে পায়। হাসান বসরী রহ. বলেন,صَلَاةُ النَّهَارِ عَجْمَاءُ، وَصَلَاةُ اللَّيْلِ تُسْمِعُ أُذُنَيْكَ দিনের নামায নিম্নস্বরের এবং রাতের নামায তোমার কানকে শুনাবে। (মুসান্নাফে ইবনে আবী শাইবা: ৩৬৬৪)
প্রিয় প্রশ্নকারী ভাই, সুতরাং মনোযোগ বৃদ্ধির জন্য আপনি রাতের তাহাজ্জুদ/বিতিরে উচ্চস্বরে কেরাত পড়তে পারেন। বরং এটাই উত্তম।
والله اعلم بالصواب
উত্তর দিয়েছেন
শায়েখ উমায়ের কোব্বাদী
আরো পড়ুন:
☞ তাহাজ্জুদ কত রাকাত এবং এর ফজিলত কী? ☞ ☞নামাজে মনোযোগ ধরে রাখার উপায় ☞ চোখ বন্ধ করে নামাজ পড়া যাবে কি? ☞ নামাজে দৃষ্টি কোথায় রাখবে? ☞ নামাজের মধ্যে ঘড়ি দেখলে কী হয়? ☞ ঘুমের কারণে দেরিতে ফজরের নামাজ পড়লে কি গুনাহ হবে? ☞ তাশাহুদের সময় আঙ্গুল নাড়াচাড়া করা যাবে কি? ☞ ☞ নিম্নস্বরের কিরাত-বিশিষ্ট নামাজে ইমামের পিছনে কিরাত পড়তে হবে? ☞
Alhamdulilla. Onek kichu jante parlam.
ok
thank you
আলহামদুলিল্লাহ