জিজ্ঞাসা–১৩৩৮: তাহাজ্জুদের নামাজ কি এক নিয়তে চার রাকাত পড়া যায়? নাকি এক নিয়তে দুই রাকাত করে করে পড়তে হয়?–তৌহিদ।
জবাব: তাহাজ্জুদ নফলশ্রেণীর নামায। আর নফল নামাযের নিয়ত চার রাকাত করেও করা যায়, দুই রাকাত করেও করা যায়। তবে রাতের নামাযে দুই রাকাত করে নিয়ত করা উত্তম। কেননা আব্দুল্লাহ ইবনে উমার রাযি. থেকে বর্ণিত হাদীসে এসেছে, নবী ﷺ বলেছেন, صَلاَةُ اللَّيْلِ مَثْنَى مَثْنَى রাতের নামায দু’ দু’ রাকাত করে। (বুখারী ৯৯০ মুসলিম ৭৪৯)
والله اعلم بالصواب
উত্তর দিয়েছেন
শায়েখ উমায়ের কোব্বাদী
শায়েখ উমায়ের কোব্বাদী