জিজ্ঞাসা–৬৭২: আসসালামু আলাইকুম। শরীরের কোন অঙ্গে নাপাকি লাগলে তা তিনবার ধুয়ে ফেলার পরও যদি কিছুটা থেকে যায় তবে কী তা নাপাক বলে গণ্য হবে?–মাহ্দী।
জবাব: وعليكم السلام ورحمة الله وبركاته
তিন বারের কথা বলা হয়, যাতে সন্দেহ না থাকে। অন্যথায় নাপাকি দূর করাটাই হচ্ছে মূল শর্ত। কেননা, রাসূলুল্লাহ ﷺ বলেছেন, إِنَّمَا كَانَ يُجْزِئُكَ إِنْ رَأَيْتَهُ أَنْ تَغْسِلَ مَكَانَهُ তোমার জন্য এতটুকুই যথেষ্ট যে, যেখানে বীর্য (নাপাকি) দেখবে সে জায়গাটুকু ধুয়ে ফেলবে। (মুসলিম ৪৬৭)
সুতরাং আপনি যখন ধোবেন, তখন এমনভাবে ধোবেন যাতে করে নাপাকির কোনো ধরনের চিহ্ন না থাকে। চিহ্ন যদি না থাকে তাহলে এক বার ধোয়া দ্বারাও অঙ্গ পাক হয়ে যাবে। আর চিহ্ন যদি থাকে তাহলে তিনবার ধুলেও কিন্তু পাক হবে না। কারণ, আপনার লক্ষ্য অর্জিত হয় নি, তাই সেটাকে আবার ধুতে হবে। (রদ্দুল মুহতার ১/৩৩৩ আলবাহরুর রায়েক ১/২৩৭ শরহুল মুনইয়া ১৮৩)
মাওলানা উমায়ের কোব্বাদী