জিজ্ঞাসা–৭৭: হুজুর, আসসালামু আলাইকুম। আমি আগে থেকেই কুরআন শরীফ পড়ছিলাম, এমতাবস্থায় মসজিদে আযান দেয়া শুরু হল। এখন পড়া চালিয়ে যাব নাকি পড়া বন্ধ করে আযানের জওয়াব দেব?— মা’আসসালাম। আপনার মুক্তাদী : সোয়া’ইব খান।
জবাব: وعليكم السلام ورحمة الله وبركاته
সাধারণ অবস্থায় তেলাওয়াতের সময় আযান শুনলে, তেলাওয়াত মওকুফ করে আযানের জওয়াব দেওয়াই উত্তম। কিন্তু যারা কুরআন মজীদ শেখা বা শেখানোয় ব্যস্ত থাকে তারা তাদের পড়াশেনা অব্যাহত রাখতে পারে। এ অবস্থায় তাদের আযানের জওয়াব না দেওয়ারও অবকাশ রয়েছে। সকল ছাত্রের পড়া বন্ধ করে আযানের জওয়াব দেওয়ানোর প্রয়োজন নেই। (আসসিআয়াহ ২/৫১; রদ্দুল মুহতার ১/৩৯৬; আলবাহরুর রায়েক ১/২৫৯)
والله اعلم بالصواب
উত্তর দিয়েছেন
শায়েখ উমায়ের কোব্বাদী
শায়েখ উমায়ের কোব্বাদী
Thanks a lot, sir.