জিজ্ঞাসা–৮৭৪: দীর্ঘ ৪/৫ বছর স্বামী বিদেশে থাকে! স্ত্রী সহবাস ও সন্তানের সম্ভাবনা নেই! সে ক্ষেত্রে কি ইদ্দত পালন করা জরুরী?– আব্দুল কাদের।
জবাব: স্বামী যেখানেই থাক, যদি সে স্ত্রীকে তালাক দিয়ে থাকে তাহলে স্ত্রীর জন্য ইদ্দত পালন করা ওয়াজিব। (ফাতাওয়া উসমানী ২/৪৫১)
আর ইদ্দত শুরু হবে, তালাক সম্পন্ন হওয়ার পরবর্তী সময় থেকে তিন হায়েয পরিমাণ। তিন হায়েয শেষ হওয়ার আগে অন্য কারো সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া জায়েয হবে না। আল্লাহ তাআলা বলেন,
وَالْمُطَلَّقَاتُ يَتَرَبَّصْنَ بِأَنفُسِهِنَّ ثَلَاثَةَ قُرُوءٍ
আর তালাকপ্রাপ্তা নারী নিজেকে অপেক্ষায় রাখবে তিন হায়েয পর্যন্ত। (সূরা বাকারা-২২৮)
والله اعلم بالصواب
উত্তর দিয়েছেন
শায়েখ উমায়ের কোব্বাদী
শায়েখ উমায়ের কোব্বাদী
আরো পড়ুন
- দীর্ঘ ৪/৫বছর বিদেশে অবস্থানরত স্বামী তালাক দিলে স্ত্রী ইদ্দত পালন করবে কি?
- স্ত্রী ইদ্দত পালনে অবহেলা করলে মৃত স্বামীর গুনাহ হবে কি?
- খোলা-তালাকের পর ইদ্দত
- ইদ্দতকালীন সময়ে বাবা-মা মারা গেলে যেতে পারবে কিনা?
- রাজআত তথা এক বা দুই তালাকের পর স্ত্রী ফেরত নেয়ার পদ্ধতি
- তালাকের ক্ষমতা স্বামীর হাতে না স্ত্রীর হাতে?
Allah likhte “a” ki capital letter ditei hobe?? Na hole ki gunah hobe???
“a” capital letter দিলে ভাল হয়।