জিজ্ঞাসা–১১০৮: আমার দুধ ভাই অপর এক মহিলার দুধ পান করছে। এখন তার এবং তার ছেলে মেয়েদের সাথে আমার কেমন সম্পর্ক হবে। আমি কী ওই মহিলার মেয়েকে বিয়ে করতে পারব। আমিতো ওই মহিলার দুধ পান করি নাই। কুরআন হাদিসের আলোকে উত্তর চাই। হুজুর উত্তরটি আমার জন্য জানা খুব দরকার।–নাম প্রকাশে অনিচ্ছুক।
জবাব: প্রশ্নোক্ত ক্ষেত্রে আপনার দুধ ভাই যে মহিলার দুধ পান করেছে সে আপনার দুধ ভাইয়ের দুধ মা। আর আপনি যেহেতু ওই মহিলার দুধ পান করেন নি, সুতরাং সে আপনার দুধ মা নয়। কেননা, আল্লাহ তাআলা বলেন,
وَاُمَّهٰتُكُمُ الّٰتِیْۤ اَرْضَعْنَكُمْ
তোমাদের সেই সকল মা, যারা তোমাদেরকে দুধ পান করিয়েছে। (সূরা নিসা ২৩)
সুতরাং উক্ত মহিলা এবং তার মেয়ে আপনার জন্য মাহরাম নয়। অতএব আপনি উক্ত মহিলার মেয়েকে বিয়ে করতে পারবেন। (বাদায়েউস সানায়ে ৩/৩৯৬, ৩/৪০০; মাবসূত, সারাখসী ৫/১৩৭; ফাতহুল কাদীর ৩/৩১৫; আদ্দুররুল মুখতার ৩/৩১৭)
শায়েখ উমায়ের কোব্বাদী