জিজ্ঞাসা–৪০৯: আমার কাছে হজ্জে যাওয়ার মত নগদ টাকা নাই। ঢাকায় ভাড়া থাকি। তবে গ্রামে পৈতৃক সম্পত্তি আছে প্রায় ৫ বিঘা। যার বাজার মূল্য আনুমানিক ১০ লাখ টাকা। প্রশ্ন হল, আমার উপর হজ্জ ফরজ কিনা?–আব্দুশ শকুর।
জবাব: প্রিয় দীনি ভাই, যাকাতের ক্ষেত্রে যেমন নেসাবের শর্ত আছে, হজের ক্ষেত্রে এরকম নয়। বরং বাইতুল্লাহ পর্যন্ত যাওয়া-আসা এবং প্রাসঙ্গিক খরচাদির ব্যবস্থা থাকলেই হজ ফরজ হয়ে যায়। কেননা, আল্লাহ তাআলা বলেন,
وَلِلّهِ عَلَى النَّاسِ حِجُّ الْبَيْتِ مَنِ اسْتَطَاعَ إِلَيْهِ سَبِيلاً
মানুষের মধ্যে যারা সেখানে পোঁছার সামর্থ্য রাখে, তাদের ওপর আল্লাহর জন্য এ ঘরের হজ করা ফরজ। (সূরা আল ইমরান ৯৭)
সুতরাং আপনার উপর হজ ফরজ হয়েছে। প্রয়োজনে আপনি কিছু সম্পদ বিক্রি করে হজে যাবেন।
الله اعلم بالصواب
উত্তর দিয়েছেন
আরো পড়ুন– ☞ ☞ ☞ ☞ যাকাত কিভাবে আদায় করবেন?
তাহলে কি উনি ৫ বিঘার মধ্যে ২ বিঘা জমি বিক্রি করে দিবেন হজ করার জন্য?
তিনি প্রয়োজন অনুপাতে সম্পদ বিক্রি করে হজে যাবেন।