জিজ্ঞাসা–১৫৫৫: আসসালামু আলাইকুম, নফল নামাজ কি ৪ রাকাতের নিয়ত করে পড়া যাবে?–Hossain
জবাব: وعليكم السلام ورحمة الله وبركاته
নফল নামাজ চার রাকাতের নিয়ত করে পড়া যাবে, তবে বিশেষ করে রাতের নফল নামাজে দুই রাকাত করে নিয়ত করা উত্তম। কেননা, আব্দুল্লাহ ইবন উমর রাযি. থেকে বর্ণিত হাদীসে এসেছে, নবী ﷺ বলেছেন,
صَلاَةُ اللَّيْلِ مَثْنَى مَثْنَى
রাতের নামাজ দু’ দু’ রাকাত করে। (বুখারী ৪৭২, ৯৯৩,১১৩৭, মুসলিম ৭৪৯)
والله أعلم بالصواب
উত্তর দিয়েছেন