জিজ্ঞাসা–৫৯০: আসসালামু আলাইকুম। হুযুর অনেক সময় নাপাক under-wear অজুর সময় খুলে জায়গা না পেলে অথবা ভুল বশত পকেটে রেখে নামায পরে নিলে নামাযের কি কোন অসুবিধা হয়?–আহমাদ বিন হোসেইন।
জবাব: وعليكم السلام ورحمة الله وبركاته
নামায সহিহ হওয়ার জন্য শরীর, স্থান ও পোশাক সম্পূর্ণ পাক হওয়া জরুরি। কেননা, আল্লাহ তাআলা বলেন,وَثِيَابَكَ فَطَهِّرْ আপন পোশাক পবিত্র করুন। (সূরা মুদ্দাসসির ৪)
ইবন আব্দুল বার রহ. বলেন,
الِاحْتِيَاطَ لِلصَّلَاةِ وَاجِبٌ ، وَلَيْسَ الْمَرْءُ عَلَى يَقِينٍ مِنْ أَدَائِهَا إِلَّا فِي ثَوْبٍ طَاهِرٍ ، وَبَدَنٍ طَاهِرٍ مِنَ النَّجَاسَةِ ، وَمَوْضِعٍ طَاهِرٍ عَلَى حُدُودِهَا ، فَلْيَنْظُرِ الْمُؤْمِنُ لِنَفْسِهِ وَيَجْتَهِدْ
নামাযের ক্ষেত্রে সতর্কতা ওয়াজিব। নাপাকি থেকে পবিত্র পোশাকে, পবিবত্র দেহে এবং পবিত্র স্থানে নামায আদায় না করলে নামায আদায় হওয়ার নিশ্চয়তা নেই। সুতরাং মুমিন ব্যক্তি এব্যাপারে পরিপূর্ণ সতর্ক থাকার চেষ্টা করবে। ( আত-তামহীদ ২২/২৪১)
সুতরাং নাপাক আন্ডারওয়ার পকেটে রেখে নামাজ আদায় করা জায়েয হবে না। আল-বাহ্রুরায়েক (১/৩৬৭)-এ এসেছে,
وَلَوْ صَلَّى وَفِي كُمِّهِ قَارُورَةٌ مَضْمُومَةٌ فِيهَا بَوْلٌ لَمْ تَجُزْ صَلَاتُهُ
কোনো ব্যক্তি যদি পেশাবের শিশি জামার আস্তিনে রেখে নামায পড়ে তার নামায জায়েয হবে না।
শায়েখ উমায়ের কোব্বাদী
আরো পড়ুন-
☞ নাপাকি দুই প্রকার ☞ মানুষের ঘাম পাক তবে… ☞ নাপাক কাপড়ে লেগে থাকা বালিকণা অল্প পানিতে পড়লে… ☞ ইস্তেঞ্জায় ব্যবহৃত পানি কাপড়ে লাগলে তা নাপাক হবে কি? ☞ বৃষ্টির কারণে রাস্তায় জমা কাদা-মাটি ও পানি কি নাপাক? ☞ টয়লেটের মশা শরীর বা কাপড়ে বসলে তা নাপাক হয় কি? ☞ স্বপ্নদোষ হলে বিছানা-কাপড় কি নাপাক হবে? ☞ নাপাক কাপড় শুকনা কিছুতে লাগলে তা নাপাক হয়ে যাবে কি? ☞ নাপাক-কাপড় ধোয়ার পানি লাগলে কী করব? ☞ একই বালতির পানিতে নাপাকি লাগা কাপড় ও অন্যান্য কাপড় ধোয়া যাবে কি? ☞ নাপাক কাপড় পাক করার উপায় ☞ তোশক পাক করার নিয়ম ☞ গোবর দিয়ে লেপা জমিন কি নাপাক?