জিজ্ঞাসা–১২৪৯: আসসালামু আলাইকুম। চাদরে কিছুটা রক্ত লাগলে যদি চাদর অর্ধেক দিন প্রায় সাবান পানিতে ভিজিয়ে রাখা হয় তারপর সাধারণভাবে এক বার পানিতে ধোয়া হয় আর একবার ই নিংড়ানো হয় তাহলে কি তা পাক হবে?–লামিয়া হোসেন।
জবাব: وعليكم السلام ورحمة الله وبركاته
নাপাকি দূর করাটাই হচ্ছে মূল শর্ত। সুতরাং আপনি যখন কাপড় বা চাদর ধোবেন, তখন এমনভাবে ধোবেন যাতে করে নাপাকির কোনো ধরনের চিহ্ন না থাকে। চিহ্ন যদি না থাকে তাহলে এক বার ধোয়া দ্বারাও কাপড় পাক হয়ে যাবে। আর চিহ্ন যদি থাকে তাহলে তিনবার ধুলেও কিন্তু আপনার কাপড় পাক হবে না। কারণ, আপনার লক্ষ্য অর্জিত হয় নি, তাই সেটাকে আবার ধুতে হবে।
হাদিস শরিফে এসেছে,আসমা রাযি. থেকে বর্ণিত, হায়েযের রক্ত কাপড়ে লেগে যাওয়া প্রসঙ্গে রাসূলুল্লাহ ﷺ বলেছেন,
تَحُتُّهُ، ثُمَّ تَقْرُصُهُ بِالْمَاءِ، ثُمَّ تَنْضَحُهُ، ثُمَّ تُصَلِّي فِيهِ
পানি দিয়ে ঘষা দিবে তারপর পানি দ্বারা ভালোভাবে ধৌত করবে। অতঃপর সলাত আদায় করবে। (বুখারী ২২৭,৩০৭)
শায়েখ উমায়ের কোব্বাদী