নামাজের মধ্যে ঘড়ি দেখলে কী হয়?

জিজ্ঞাসা–২৬১: নামাজের ভিতরে যদি আমি ঘড়ির সময় দেখার জন্য ঘড়ির দিকে দৃষ্টিপাত করি তাহলে কি নামাজ মাকরুহ হবে নাকি কোন সমস্যা নাই? ঘড়িটা মেহরাবের ভিতরেই লাগানো। বিস্তারিতভাবে জানালে কৃতজ্ঞ হব।—বজলুর রহমান।

জবাব: নামায অবস্থায় ইচ্ছাকৃত ঘড়ি বা অন্য কিছুর দিকে তাকানো মাকরূহ। তাই নামাযের ভেতর আপনার ঘড়ি দেখা নয়। তবে ঐ নামায আদায় হয়ে যায়। (আলবাহরুর রায়েক ২/১৪; হাশিয়াতুত তহতাবী আলা মারাকিল ফালাহ ১৮৭; আননাহরুল ফায়েক ১/২৭৫; আদ্দুররুল মুখতার ১/৬৩৪)

হাদীস শরীফে এসেছে, রাসূলুল্লাহ বলেছেন,

فإذا صليتم فلا تلتفتوا فإن الله ينصب وجهه لوجه عبده في صلاته ما لم يلتفت

যখন কেউ নামাজে দাঁড়াবে, সে যেন এদিক সেদিক না তাকায়, কারন আল্লাহ তখন তার দিকে দৃষ্টি দিয়ে রাখেন যতক্ষণ না পর্যন্ত সে এদিক সেদিক তাকায় । (তিরমিযি)

 والله اعلم بالصواب

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

20 − seven =