জিজ্ঞাসা–১৫৫২: নামাজে মহিলাদের পায়ের পাতা ঢাকা কি ফরজ? না ঢাকলেও কি নামাজ হবে– tanjila islam
এক. সতর ঢাকা নামাজ শুদ্ধ হওয়ার অন্যতম শর্ত। সেটি পুরুষের ক্ষেত্রে হোক অথবা নারীর ক্ষেত্রে হোক। কেননা, আয়েশা রাযি. থেকে বর্ণিত, রাসূলুল্লাহ ﷺ বলেছেন,
لاَ يَقْبَلُ اللَّهُ صَلاَةَ حَائِضٍ إِلاَّ بِخِمَارٍ
আল্লাহ তাআলা খিমার পরিধান করা ব্যতীত কোন প্রাপ্ত বয়স্কা নারীর নামাজ কবুল করেন না। (সুনান আবু দাউদ ৬৪১)
ইবনে আব্দুল বার রহ. বলেন,
وهذا أجمعوا عليه كلهم
ফকিহগণ এ ব্যাপারে ইজমা বা ঐকমত্য করেছেন। (আল-মুগনি ১/৩৩৭)
দুই. প্রশ্ন হল, মহিলাদের সতর কতটুকু? এর উত্তরে ফকিহগণ বলেন,
ﻭَﻟِﻠْﺤُﺮَّﺓِ ﺟَﻤِﻴﻊُ ﺑَﺪَﻧِﻬَﺎ ﺧَﻠَﺎ ﺍﻟْﻮَﺟْﻪِ ﻭَﺍﻟْﻜَﻔَّﻴْﻦِ ﻭَﺍﻟْﻘَﺪَﻣَﻴْﻦ
মুখমণ্ডল, দুই হাত কবজি পর্যন্ত ও টাখনুর নিচে পায়ের পাতা ছাড়া মহিলাদের সারা শরীরই সতর। (রদ্দুল মুহতার ১/৪০৪)
সুতরাং নামাজের সময় মহিলাদের জন্য পরপুরুষ দেখার সম্ভাবনা না থাকলে মুখমণ্ডল, দু হাতের কব্জি ও পায়ের পাতা খোলা রাখা আবশ্যক নয়। আর পরপুরুষ দেখার সম্ভাবনা থাকলে এ অঙ্গগুলোও ঢেকে রাখা ফরজ।