জিজ্ঞাসা–১১৭১: নামায পড়ার সময় বিড়াল সামনে আসলে কি সমস্যা আছে?–Nazmul Ahsan Ruhan
জবাব: সমস্যা নেই। তবে যদি বিড়ালের শরীরে ভেজা অপবিত্র কিছু লেগে থাকা নিশ্চিত বা প্রবল সম্ভাবনার হয়, তাহলে নামাজ পড়ার স্থান অপবিত্র হয়ে যাবে। (রদ্দুল মুহতার : ১/২০৪)
উল্লেখ্য, নামাজী ব্যক্তির সামনে দিয়ে মানুষের চলাচলের সম্ভাবনা থাকলে নামাজ শুরুর আগে সুতরা সামনে রেখে নামাজে দাঁড়ানো সুন্নত।
والله اعلم بالصواب
উত্তর দিয়েছেন
শায়েখ উমায়ের কোব্বাদী
শায়েখ উমায়ের কোব্বাদী