জিজ্ঞাসা–১৭৬২: নামের কারণে কী মানুষ জান্নাত পাবে?–মেহেদী হাসান।
জবাব: নামের ওসিলায় কেউ জান্নাতে যাবে না; বরং জান্নাতে যাওয়ার জন্য শিরকমুক্ত ঈমান ও আমল পূর্ব শর্ত। আল্লাহ তাআলা বলেন,
إِنَّهُ مَن يُشْرِكْ بِاللّهِ فَقَدْ حَرَّمَ اللّهُ عَلَيهِ الْجَنَّةَ وَمَأْوَاهُ النَّارُ وَمَا لِلظَّالِمِينَ مِنْ أَنصَارٍ
নিশ্চয় যে ব্যক্তি আল্লাহর সাথে শিরক (অংশীদার) স্থির করে, আল্লাহ তার জন্যে জান্নাত হারাম করে দেন। এবং তার বাসস্থান হয় জাহান্নাম। অত্যাচারীদের কোন সাহায্যকারী নেই। (সুরা মায়েদা ৭২)
সুতরাং কারো যদি খুব সুন্দর ইসলামিক নাম হয় কিন্তু সে যদি শিরক, বিদআত এবং পাপাচারে লিপ্ত থাকে তাহলে সে মুক্তি পাবে না বরং তাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে।
রাসুলুল্লাহ ﷺ বলেছেন,
مَنْ أبْطأَ بهِ عملُهُ لمْ يُسرِعْ بهِ نَسبُهُ
যার আমল তাকে পিছিয়ে রেখেছে, তার বংশ গৌরব তাকে এগিয়ে দিতে পারে না। (আবু দাউদ ৩৬৪৩)
শায়েখ উমায়ের কোব্বাদী