জিজ্ঞাসা–৮১১: আসসালামু আলাইকুম। মুসলিম নারী শরিয়ত সম্মতভাবে হীরার তৈরীর অলংকার পরিধান করতে পারবে কি-না? তা জানতে চাই।–মোআ. রাহেনুল ইসলাম রনী। [email protected]
জবাব: وعليكم السلام ورحمة الله وبركاته
নিম্নোক্ত শর্ত সাপেক্ষে নারীদের জন্য যে কোনো ধাতু বা বস্তু দ্বারা নির্মিত অলঙ্কার পরিধান করা জায়েয।
–উগ্রতার বহিপ্রকাশ ঘটে এমন অলঙ্কার ব্যবহার করা যাবে না।
–অমুসলিম সংস্কৃতি ও ধর্ম বিশ্বাসের সাথে সম্পৃক্ত অলঙ্কার ব্যবহার করা যাবে না।
–প্রাণীর ছবি অঙ্কন করা হয়েছে এমন অলঙ্কার ব্যবহার করা যাবে না।
ইবনু কুদামা রহ. বলেন,
ويباح للنساء من حلي الذهب والفضة والجواهر كل ما جرت عادتهن بلبسه
নারীদের জন্য সোনা রুপা ও যে কোনো ধাতুর অলঙ্কার (যেমন, হিরা, চুনী, পান্না, রুবী, মার্বেল, মুক্তা ইত্যাদি) যেগুলো তারা সাধারণত পরিধান করে থাকে; ব্যবহার করা বৈধ। ( আলমুগনী ২/৩২৫)
শায়েখ উমায়ের কোব্বাদী