জিজ্ঞাসা–৬৫৪: আসসালামু আলাইকুম, জনাব! আমি যতটুকু জানি, নূর নবী অর্থ নবীর নূর/নবী নূরের তৈরী। ও নূর মুহাম্মাদ অর্থ মুহাম্মাদের নূর। এখন প্রশ্ন হল, নূর নবী ও নূর মুহাম্মাদ নাম রাখা জায়েয হবে কি? এবং কোন কোন নাম রাখা বৈধ না? দলিলসহ জানালে চির কৃতজ্ঞ থাকবো। আজহার মাহমুদ।
জবাব: وعليكم السلام ورحمة الله وبركاته
এক. নূর নবী অর্থ নবীর নূর এবং নূর মুহাম্মাদ অর্থ মুহাম্মাদের নূর। যদি এর মাধ্যমে উদ্দেশ্য নেয়া হয় যে, নবী-মুহাম্মাদ ﷺ নূরের তৈরি; তাহলে এ নাম রাখা জায়েয হবে না। কেননা, কোরআন ও সুন্নাহর আলোকে এ কথা দিবালোকের মত স্পষ্ট যে, সকল আদমসন্তানের মতই তিনিও একজন মাটির তৈরি মানুষ ছিলেন, পিতা-মাতার থেকেই তাঁর জন্ম। তবে নবুওত, রিসালাত ও ওহী তাঁকে অন্যান্য আদমসন্তান থেকে আলাদা বৈশিষ্ট্য প্রদান করেছে। যেমন, আল্লাহ তাআলা বলেন,
قُلۡ إِنَّمَآ أَنَا۠ بَشَرٞ مِّثۡلُكُمۡ يُوحَىٰٓ إِلَيَّ أَنَّمَآ إِلَٰهُكُمۡ إِلَٰهٞ وَٰحِدٞۖ٠
হে রাসূল! (আপনার উম্মাতকে) আপনি বলে দিন যে, নিশ্চয়ই আমি তোমাদের মতই একজন মানুষ, আমার প্রতি ওয়হী নাযিল হয় যে, নিশ্চয় তোমাদের ইলাহ বা উপাস্য একজনই। (সূরা কাহাফ ১১০)
পক্ষান্তরে নূর শব্দের আরেকটি অর্থ হল, হেদায়েত। সুতরাং নূর নবী এবং নূর মুহাম্মাদ অর্থ তাঁর প্রদর্শিত হেদায়েত। যেমন, আল্লাহ তাআলা বলেন,
وَاتَّبَعُوا النُّورَ الَّذِي أُنزِلَ مَعَهُ
এবং ওই নূরের অনুসরণ করেছে যা তাঁর সাথে অবতীর্ণ করা হয়েছে। (সূরা আ’রাফ ১৫৭)
সুতরাং এই বিবেচনায় নূর নবী এবং নূর মুহাম্মাদ নাম রাখার অবকাশ আছে। তবে যেহেতু এ জাতীয় নামে ভুল ও সঠিক–উভয় ব্যখ্যার সুযোগ থাকে তাই এই জাতীয় নাম না রাখাই উত্তম। কেননা, রাসূলুল্লাহ ﷺ বলেছেন,
دَعْ مَا يَرِيبُكَ إِلَى مَا لاَ يَرِيبُكَ.
সে জিনিস বর্জন কর যা তোমাকে সন্দেহে ফেলে এবং তা অবলম্বন কর যা তোমাকে সন্দেহে ফেলে না। (আহমদ, তিরমিযী, নাসাঈ, দারেমী, মিশকাত ২৭৭৩)
দুই. অমুসলিমদের সাথে সামঞ্জস্যশীল ও শিরক-বিদ’আতযুক্ত নাম বা ডাকনাম রাখা যাবে না। তাছাড়া অনারবদের জন্য আরবী ভাষায় নাম রাখা আবশ্যক। কেননা অনারব দেশে এটাই মুসলিম ও অমুসলিমের নামের মধ্যে পার্থক্য নির্দেশ করে। তাই নাম রাখার আগে অবশ্যই সচেতন ও যোগ্য আলেমের কাছে পরামর্শ নেয়া আবশ্যক।