জিজ্ঞাসা–১৫০২: আসসালামু আলাইকুম, নেফাস অবস্থায় কোরআন তিলাওয়াত শোনা যাবে কি?–মেহেরুনা নোভা।
জবাব: হায়েজ ও নেফাসগ্রস্থ মহিলা কোরআন তিলাওয়াত করতে পারবে না। কেননা, রাসুলুল্লাহ ﷺ বলেছেন,
لَا تَقْرَأِ الحَائِضُ وَلَا الجُنُبُ مِنَ القُرْآنِ شَيْئًا
ঋতুবতী নারী ও জুনুব ব্যক্তি (যার ওপর গোসল ফরয) কোরআনের কিছুই পাঠ করবে না। (তিরমিযি ১৩১, ইবনু মাজাহ ৫৯৫)
তবে হায়েজ ও নেফাসগ্রস্থ মহিলা কোরআন তেলাওয়াত শোনা নিষেধ নয়। হাদিস শরিফে এসেছে, আয়েশা রাযি. বলেন,
كان النبي ﷺ يَتَّكِئُ فِي حَجْرِي وَأَنَا حَائِضٌ ثُمَّ يَقْرَأُ الْقُرْآنَ
নবী ﷺ আমার কোলে হেলান দিয়ে কোরআন তেলাওয়াত করতেন। আর তখন আমি হায়েযের অবস্থায় ছিলাম। (বুখারী ২৯৭ মুসলিম ৩০১)
والله أعلم بالصواب
উত্তর দিয়েছেন
শায়েখ উমায়ের কোব্বাদী
শায়েখ উমায়ের কোব্বাদী