জিজ্ঞাসা–৯৯৩: আসসালামু আলাইকুম ওয় রহমাতুল্লাহু ওয়া বারাকাতুহু। আমার একটি প্রশ্নঃ জবাইকৃত পাঠা ছাগলের গোশত খাওয়া ইসলামে জায়েজ কিনা? জানাবেন দয়া করে।–আবদুল্লাহ আল মামুন।
জবাব: وعليكم السلام ورحمة الله وبركاته
পাঁঠা ছাগল হালাল পশুর অন্তর্ভুক্ত। সুতরাং শরিয়তসিদ্ধ পদ্ধতিতে জবাই করে তার গোশত খাওয়া যাবে। আল্লাহ তাআলা বলেন,
وَالْأَنْعَامَ خَلَقَهَا ۗ لَكُمْ فِيهَا دِفْءٌ وَمَنَافِعُ وَمِنْهَا تَأْكُلُونَ
চতুষ্পদ জন্তুকে তিনি সৃষ্টি করেছেন। এতে তোমাদের জন্যে শীতবস্ত্রের উপকরণ আছে। আরো অনেক উপকার হয়েছে এবং কিছু সংখ্যককে তোমরা আহার্যে পরিণত করে থাক। (সূরা আন নাহল ০৫)
والله اعلم بالصواب
উত্তর দিয়েছেন
মাওলানা উমায়ের কোব্বাদী
মাওলানা উমায়ের কোব্বাদী