জিজ্ঞাসা–১৫২৫: পাক নাপাকের ব্যাপারে আমার মনে শুধু সন্দহের সৃষ্টি হয়। টয়লেটের দেয়ালে লেগে থাকা পানি নাপাক কি না এ বিষয়ে নিশ্চিত নই। যদি এ পানি কাপড়ে লাগে তবে কি তা নাপাক হয়ে যাবে? কাপড় লেগেছে কি না এ ব্যাপারে যদি সন্দেহ থাকে তবে কী করব?–সাদিয়া।
জবাব: পাক-নাপাকের ব্যাপারে মূলনীতি হল, যতক্ষণ পর্যন্ত নিশ্চিতভাবে নাপাক হওয়ার বিষয়টি জানা না যাবে, ততক্ষণ পর্যন্ত শুধু সন্দেহের বশবর্তী হয়ে কোনো জিনিসকে নাপাক বলা যায় না। (হিন্দিয়া: ১/৪৫)
সুতরাং আপনি নিশ্চয়তার উপর নির্ভর করবেন। যতক্ষণ পর্যন্ত আপনি নাপাকি লাগার ব্যপারে নিশ্চিত হবেন না ততক্ষণ পর্যন্ত কেবল সন্দেহের বশে নাপাকি লেগেছে বলা যাবে না। আর যদি নিশ্চিত হন, শরীরে বা কাপড়ে নাপাকি লেগেছে, তাহলে যতটুকুতে লেগেছে, ততটুকু ধুয়ে ফেলা জরুরি। পুরো শরীর বা কাপড় ধোয়া জরুরি নয়।
والله أعلم بالصواب
উত্তর দিয়েছেন
শায়েখ উমায়ের কোব্বাদী
শায়েখ উমায়ের কোব্বাদী