পীর-ওলি ও মাজারের নামে মানতকৃত পশু খাওয়া যাবে কি?

জিজ্ঞাসা–৫১৬: আমার প্রশ্ন হল, পীর-ওলি ও মাজারের নামে  যেসব গরু, ছাগল, মুরগি ইত্যাদি মানত করা হয়, সেগুলো খাওয়া যাবে কি?–আবু সাইদ।

জবাব: যাবে না। কেননা, গায়রুল্লাহর নামে মানতকৃত পশু যদি ‘বিসমিল্লাহি আল্লাহু আকবার’ বলে যবাই করা হয়, তবুও তা হারাম হয়। (আল বাহ্রুর রায়েক ৮/১৯২ রাদ্দুল মুহতার ৬/৩০৯ কিফায়াতুল মুফতী ১/২১৬)

والله اعلم بالصواب

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

fourteen − 13 =