পুত্রবধূ শশুরের সাথে সফরে যেতে পারবে কিনা?

জিজ্ঞাসা–৫৪১: পুত্রবধূ শশুরের সাথে সফরে যেতে পারবে কিনা? জানালে কৃতজ্ঞ থাকব৷–Hmm,jamal bin islam

জবাব: মাহরাম ছাড়া কোন নারীর সফর করা জায়েয নয়। দলিল হচ্ছে ইবনে আব্বাস রাযি. এর হাদিস। তিনি নবী থেকে বর্ণনা করেন যে, তিনি বলেন,

لا تُسَافِرَنَّ امْرَأَةٌ إِلا وَمَعَهَا مَحْرَمٌ فَقَامَ رَجُلٌ فَقَالَ يَا رَسُولَ اللَّهِ اكْتُتِبْتُ فِي غَزْوَةِ كَذَا وَكَذَا وَخَرَجَتِ امْرَأَتِي حَاجَّةً قَالَ اذْهَبْ فَحُجَّ مَعَ امْرَأَتِكَ

অবশ্যই অবশ্যই কোন নারী মাহরাম ছাড়া সফর করবে না। তখন এক লোক দাঁড়িয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ্‌! আমি তো অমুক যুদ্ধে যাওয়ার জন্য নাম লিখিয়েছি। আমার স্ত্রী হজ করার জন্য বেরিয়েছে। তখন নবী বললেন, তুমি গিয়ে তোমার স্ত্রীর সাথে হজ কর। [সহিহ বুখারী (ফাতহুল বারী ৩০০৬)]

আর পুত্রবধূর জন্য শশুর মাহরাম। কেননা, আল্লাহ্‌ তাআলা বলেন,

وَلَا يُبْدِينَ زِينَتَهُنَّ إِلَّا لِبُعُولَتِهِنَّ أَوْ آبَائِهِنَّ أَوْ آبَاءِ بُعُولَتِهِنَّ أَوْ أَبْنَائِهِنَّ أَوْ أَبْنَاءِ بُعُولَتِهِنَّ

আর তারা যেন তাদের স্বামী, পিতা, শশুর, পুত্র, স্বামীর পুত্র… ছাড়া কারো কাছে তাদের সৌন্দর্য প্রকাশ না করে। (সূরা নূর ৩১)

উক্ত আয়াতে আল্লাহ্‌ তাআলা শশুরকে নারীর নিজের পিতা ও পুত্রের সাথে উল্লেখ করেছেন এবং সাজ-সজ্জা প্রকাশ করার ক্ষেত্রে সমান বিধান দিয়েছেন। (আল-মুগনী৬/৫৫৫)

সুতরাং পুত্রবধূ শশুরের সাথে সফরে যেতে পারবে। তবে যেহেতু ফেতনার যামানা তাই এ ক্ষেত্রে যথেষ্ট সাবধানতা অবলম্বন প্রয়োজন। নতুবা সামান্য ভুলের কারণে স্বামী-স্ত্রীর সম্পর্ক চিরতরে হারাম হয়ে যেতে পারে।

والله اعلم بالصواب
উত্তর দিয়েছেন
মাওলানা উমায়ের কোব্বাদী

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ten − one =