পুরুষের জন্য চুলে মেহেদি ও কালো কলপ ব্যবহার জায়েয হবে কি?

জিজ্ঞাসা–২৫৩:পুরুষের ক্ষেত্রে পাকা চুলে মেহেদি ব্যবহার অথবা কলপ করা যাবে কি না? বিস্তারিত জানতে চাই।–মোঃ লিয়াকত আলী।

জবাব: যেকোনো চুলে মেহেদি ব্যবহার জায়েয। কেননা, হাদীস শরীফে আছে,

عن ابن عباس قال مر على النبى صلى الله عليه وسلم رجل قد خضب بالحناءفقال : ما أحسن هذا

ইবনে আব্বাস রাযি. থেকে বর্ণিত, তিনি বলেন, একদা এক ব্যক্তি মেহেদির খিযাব ব্যবহার করে নবী ﷺ–এর সামনে দিয়ে গেলে, তিনি বলেন, ইহা কতইনা উত্তম…(আবু দাউদ ৪১৬৩)

তবে চুলে কালো কলপ ব্যবহার করা জায়েয নয়। কেননা, হাদীস শরীফে আছে,

عن جابر بن عبدالله. قال: أتي بأبي قحافة يوم فتح مكة. ورأسه ولحيته كالثغامة بياضا. فقال رسول الله صلى الله عليه وسلم – غيِّروا هذا بشيء، واجتنبوا السَّواد

জাবির ইবনে আবদুল্লাহ রাযি. বলেন, মক্কা বিজয়ের দিন আবু কুহাফা রাযি. (আবু বকর রাযি.-এর পিতা) রাসূলুল্লাহ ﷺ–এর নিকট আসলেন। তখন তার মাথার চুল ও দাঁড়ি ছিল ‘ছাগামা’ নামক উদ্ভিদের ফুলের মতো তীব্র সাদা। রাসূলুল্লাহ ﷺ তা দেখে বললেন,তোমার এই চুল ও দাঁড়ির শুভ্রতা কোনো কিছু দ্বারা পরিবর্তন কর। তবে তোমরা কালো কলপ ব্যবহার করা থেকে বিরত থাক। (সহীহ মুসলিম ৫৪৬৬)

والله أعلم بالصواب
উত্তর দিয়েছেন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

15 − fifteen =