জিজ্ঞাসা–৯৫: আমার ভাগিনা যার বয়স ০২ বছর। বাসার ফ্লোরে পেশাব করে দেয়। আমি জায়গাটা ভেজা কাপড় দিয়ে ভালো করে দুই বার মুছে নেয়ার পর ফ্যানের বাতাসে শুকিয়ে যায়। এতে পেশাবের গন্ধও ছিল না। অতঃপর নামাযের জন্য অযু করার পর অসতর্কতাবশত পেশাবের স্থানটিতে ভেজা পা পড়ে যায়। এ অবস্থায় পা না ধুয়েই নামায পড়ে নিয়েছি। আমার নামায কি সহীহ হয়েছে? পা ধোয়া কি জরুরি ছিল?–anamul
জবাব : প্রশ্নোক্ত ক্ষেত্রে আপনার নামায সহীহ হয়েছে। ভেজা পায়ে ঐ জায়গায় চলাচলের দরুণ আপনার পা নাপাক হয়নি। কারণ মেঝেটি মোছার পর তা শুকিয়ে যাওয়া ও নাপাকীর প্রভাব নিঃশ্চিহ্ন হয়ে যাওয়ার দ্বারা তা পাক হয়ে গেছে। (মুসান্নাফ ইবনে আবি শায়বা ১/৪৩১; নাসবুর রায়া ১/২৭৭; ইলাউস সুনান ১/৩৯৬; ফাতাওয়া খানিয়া ১/২৫; খুলাসাতুল ফাতাওয়া ১/৪২)
والله اعلم بالصواب
উত্তর দিয়েছেন
শায়েখ উমায়ের কোব্বাদী
আরো পড়ুন
- যে ব্যক্তির সর্বক্ষণ পেশাব ঝরে; তার নামাজ
- পেশাবের সঙ্গে বীর্য বের হলে গোসল ফরজ হবে কি?
- শরীরের কোনো অংশে পেশাব লেগে গেলে…
- পেশাব করার পর লজ্জাস্থান কীভাবে ধুতে হবে?
- বাথরুমে অযু করা যাবে কি; অনেক সময় সেখানে বাচ্চারা পেশাব করে?
- পেশাব প্যান্টে লেগেছে সন্দেহ হলে কী করণীয়?
- পেশাব করার স্থান থেকে পানির ছিটা আসলে করণীয়
- পেশাব ঝরার ব্যপারে সন্দেহ হলে কী করণীয়?
- কয় দিক ফিরে পেশাব করা নিষেধ?
- শিশুর পেশাব নাপাক কিনা?
- ইস্তেনজার (পেশাব-পায়খানার) নিয়ম কি?
- প্রস্রাবের সময় কমোড থেকে ছিটা এসে গায়ে পড়লে…
- অযু ভঙ্গের কারণ ৭ টি; দলিল আছে কি?