জিজ্ঞাসা–১২৬৯: আসসালামুয়ালাইকুম। আমার নাম মোঃ নাইমুর রহমান নাহিদ। প্রশ্ন হলো-আমার প্রসাব করার পর কখনো কখনো গাঢ় ও পাতলা বীর্য বের হয় । এ বীর্য বের হওয়া কারণে আমার রোজার কী কোনো ক্ষতি হবে? অনূগ্ৰহপূর্বক দয়া করে উত্তরটা দিলে আমার অনেক উপকারে আসবে।– Nahid
জবাব: وعليكم السلام ورحمة الله وبركاته
কেউ যদি রোজার দিন ইচ্ছাকৃতভাবে হস্তমৈথুন করে এবং বীর্য বের হয় এতে তার রোজা ভেঙ্গে যাবে। তাকে সেদিনের রোজা কাযা করতে হবে এবং এই মহাপাপ থেকে আল্লাহর কাছে তওবা করতে হবে।
কিন্তু যদি কোনো কসরত ছাড়া এমনিতে বীর্যপাত হয়ে যায় তাহলে এর কারণে রোজা ভঙ্গ হয় না। সুতরাং প্রশ্নোক্ত কারণে রোজার কোনো ক্ষতি হবে না।
والله اعلم بالصواب