জিজ্ঞাসা–৪৫৮: আমার প্রশ্ন হল, অনেক সময় দেখা যায় যে,প্রচন্ড প্রসাবের কারণে লজ্জাস্থানের মাথায় পানি এসেছে দেখা যায়। কিন্তু প্যান্টের দিকে তাকালে কিছু বোঝা যায় না বা স্পষ্ট বোঝা যায় না তাহলে কী করব ? শাহরিয়ার
জবাব: প্রিয় প্রশ্নকারী ভাই, পাক-নাপাকের ব্যাপারে মূলনীতি হল, যতক্ষণ পর্যন্ত নিশ্চিতভাবে নাপাক হওয়ার বিষয়টি জানা না যাবে, ততক্ষণ পর্যন্ত শুধু সন্দেহের বশবর্তী হয়ে কোনো জিনিসকে নাপাক বলা যায় না। (হিন্দিয়া: ১/৪৫)
সুতরাং আপনি নিশ্চয়তার উপর নির্ভর করবেন। যতক্ষণ পর্যন্ত আপনি পেশাবের ব্যপারে নিশ্চিত হবেন না ততক্ষণ পর্যন্ত কেবল সন্দেহের বশে পেশাব প্যান্টে লেগেছে বলা যাবে না। আর যদি নিশ্চিত হন, প্যান্টে এক দেরহাম পরিমাণের চেয়ে বেশি পেশাব লেগেছে, তাহলে যতটুকুতে লেগেছে, ততটুকু ধুয়ে ফেলা জরুরি। পুরো প্যান্ট ধোয়া জরুরি নয়।
উল্লেখ্য, হাতের তালু সোজা করে পানি নিলে যতটুকু পানি তালুতে আটকে যায়- পানির ততটুকু আয়তনকে এক দেরহাম ধরা হয়।
শায়েখ উমায়ের কোব্বাদী
-
আরো পড়ুন
- যে ব্যক্তির সর্বক্ষণ পেশাব ঝরে; তার নামাজ
- পেশাবের সঙ্গে বীর্য বের হলে গোসল ফরজ হবে কি?
- শরীরের কোনো অংশে পেশাব লেগে গেলে…
- পেশাব করার পর লজ্জাস্থান কীভাবে ধুতে হবে?
- বাথরুমে অযু করা যাবে কি; অনেক সময় সেখানে বাচ্চারা পেশাব করে?
- পেশাব করার স্থান থেকে পানির ছিটা আসলে করণীয়
- পেশাব ঝরার ব্যপারে সন্দেহ হলে কী করণীয়?
- কয় দিক ফিরে পেশাব করা নিষেধ?
- শিশুর পেশাব নাপাক কিনা?
- ইস্তেনজার (পেশাব-পায়খানার) নিয়ম কি?
- প্রস্রাবের সময় কমোড থেকে ছিটা এসে গায়ে পড়লে…
- অযু ভঙ্গের কারণ ৭ টি; দলিল আছে কি?
এক দেরহাম মানে বুঝি নাই শাইখ
ব্যাপারটা যদি একটু বুঝিয়ে বলেন
হাতের তালু সোজা করে পানি নিলে যতটুকু পানি তালুতে আটকে যায়- পানির ততটুকু আয়তনকে এক দেরহাম ধরা হয়।