প্রথম দুই রাকাতে একই সূরা পাঠ করা…

জিজ্ঞাসা–৬৬৪: যে কোন নামাযের প্রথম দুই রাকাতে ভুল করে একি সুরা দুইবার পড়ে ফেললে সাহু সেজদাহ লাগবে কি?–আব্দুল্লাহ আল মামুন।

জবাব: ইচ্ছাকৃত নামাজের উভয় রাকাতে একই সূরা পাঠ করা অনুত্তম হলেও এ ভুলের কারণে সাহু সিজদা দিতে হয় না। (ফাতাওয়া বাযযাযিয়া ৪/৪০; রদ্দুল মুহতার ১/৫৪৬ )

কেননা, রাসূলুল্লাহ সাধারণত এমনটি করতেন না। তবে একবারের ঘটনা হাদীস শরীফে এভাবে এসেছে,

عَنْ مُعَاذِ بْنِ عَبْدِ اللَّهِ الْجُهَنِيِّ، أَنَّ رَجُلاً، مِنْ جُهَيْنَةَ أَخْبَرَهُ أَنَّهُ سَمِعَ النَّبِيَّ يَقْرَأُ فِي الصُّبْحِ ‏{‏ إِذَا زُلْزِلَتِ الأَرْضُ ‏}‏ فِي الرَّكْعَتَيْنِ كِلْتَيْهِمَا فَلاَ أَدْرِي أَنَسِيَ رَسُولُ اللَّهِ أَمْ قَرَأَ ذَلِكَ عَمْدًا ‏

মুআ’য ইবনু আবব্দুল্লাহ আল-জুহানী রা. হতে বর্ণিত। তিনি বলেন, জুহায়না গোত্রের এক ব্যক্তি তাকে জানান যে, তিনি নাবী -কে ফজরের নামাযের উভয় রাকাতে সূরা ‘ইযা যুলযিলাতিল আরধ’ পড়তে শুনেছেন। তিনি আরো বলেন, আমি জানি না রাসূলুল্লাহ ভুলবশত এরূপ করেছিলেন না ইচ্ছাকৃতভাবে তা পড়েছিলেন। (আবুদাঊদ হা/৮১৬)

والله اعلم بالصواب

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

five × 4 =