জিজ্ঞাসা–১৯২: কর্মস্থলের প্রভিডেন্ড ফান্ডের টাকার উপর কি যাকাত আদায় করতে হবে? নাকি টাকা হাতে আসার পর আদায় করতে হবে? দয়া করে জানাবেন।–Mohammad Tafsir Ahmed
জবাব: প্রভিডেন্ট ফান্ডে কর্তনকৃত টাকা দু ধরনের হয়। ১. ঐচ্ছিক কর্তনকৃত। ২.বাধ্যতামূলকভাবে কর্তনকৃত। যদি ঐচ্ছিক প্রভিডেন্ট ফান্ডের কর্তনকৃত টাকা হয় তাহলে হিসাব করে যাকাত দিতে হবে। আর যদি বাধ্যতামূলকভাবে কর্তনকৃত প্রভিডেন্ট ফান্ডের টাকা হয় তাহলে হস্তগত হওয়ার পূর্বে যাকাত নেই। (ফাতাওয়ায়ে উসমানী ২/৫০)
والله اعلم بالصواب
উত্তর দিয়েছেন
শায়েখ উমায়ের কোব্বাদী
শায়েখ উমায়ের কোব্বাদী
আরো পড়ুন
- যাকাত কিভাবে আদায় করবেন?
- রোজা ও যাকাত সম্পর্কে জরুরি কিছু ফাইল
- যাকাত সঠিকভাবে আদায় করে ট্যাক্স ফাঁকি দিলে গুনাহ হবে কি?
- ব্যাংক থেকে প্রাপ্ত মুনাফার টাকা কি বোনেকে দেয়া যাবে?
- যাকাতের টাকা নিজের মা ও বোনকে দেয়া যাবে কি?
- মোহরের টাকা যাকাতের হিসাব থেকে বাদ যাবে কি?
- যাকাতের টাকা মসজিদ মাদরাসার নির্মাণ কাজে ব্যয় করা যাবে কি?
- যাকাত ও ট্যাক্সের মধ্যে পার্থক্য
- কাউকে যাকাত সর্বোচ্চ কত দেয়া যাবে?
- বেনামাজী ও বেরোজাদারকে দান-সদকা দেয়া যাবে কি?