জিজ্ঞাসা–৭২১: asslamualaikum…আমার একটি প্রশ্ন। পায়ের চেরির নিচে কোনায় ময়লা থাকে। ফরজ গোসল দোয়ার সময় কি এই ময়লা পরিষ্কার করে কি পানি দেওয়া জরুরি?–মো. নাজমুল খান।
জবাব: وعليكم السلام ورحمة الله وبركاته
‘পায়ের চেরি’ বলতে কী বুঝানো হয়েছে, তা আমার কাছে বোধগম্য নয়। তবে ফরজ গোসলের সময় দেহের বাহ্যিক অংশ ভালোভাবে ধৌত করা জরুরি। (ফাতাওয়া তাতারখানিয়া ১/২৭৫)
আর ফরয গোসল করার নিয়ম জানার জন্য পড়ুন জিজ্ঞাসা নং–৩৭৫।
والله اعلم بالصواب
উত্তর দিয়েছেন
শায়েখ উমায়ের কোব্বাদী
শায়েখ উমায়ের কোব্বাদী
আমি পায়ের চেরি বলতে পায়ের আঙ্গুলের চেরির নিচে কোনার কথা বুঝাতে চেয়েছি।
‘চেরি’ মানে কি? এর অর্থ যদি নখের কোণার ভেতরের ময়লা বুঝিয়ে থাকেন, তাহলে ওই অংশে পানি ঢুকানো জরুরি নয়। কেননা তা দেহের বাহ্যিক অংশ নয়।