ফরজ গোসল না করে কোরআন তেলাওয়াত শোনা যাবে কি?

জিজ্ঞাসা–৭৭৩: ফরজ গোসল না করে কুরআন তিলাওয়াত শোনা যাবে কি?–IbrahimIslam

জবাব: যার ওপর গোসল ফরয তার জন্য কোরআন পাঠ করা নিষেধ। কেননা, রাসুলুল্লাহ বলেছেন,

لَا تَقْرَأِ الحَائِضُ وَلَا الجُنُبُ مِنَ القُرْآنِ شَيْئًا

ঋতুবতী নারী ও জুনুব ব্যক্তি (যার ওপর গোসল ফরয) কোরআনের কিছুই পাঠ করবে না। (তিরমিযি ১৩১, ইবনু মাজাহ ৫৯৫)

তবে গোসল ফরয অবস্থায় কোরআন তেলাওয়াত শোনা নিষেধ নয়। হাদিস শরিফে এসেছে, আয়েশা রাযি. বলেন,

كان النبي يَتَّكِئُ فِي حَجْرِي وَأَنَا حَائِضٌ ثُمَّ يَقْرَأُ الْقُرْآنَ

নবী  আমার কোলে হেলান দিয়ে কোরআন তেলাওয়াত করতেন। আর তখন আমি হায়েযের অবস্থায় ছিলাম। (বুখারী ২৯৭ মুসলিম ৩০১)

والله اعلم بالصواب
উত্তর দিয়েছেন
শায়েখ উমায়ের কোব্বাদী

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

7 + 8 =