জিজ্ঞাসা–১১৯৮: মাগরিব এর ফরয সালাতে তৃতীয় রাকাতে সুরা ফাতেহা না পড়লে কি সালাত হবে?–ratul
জবাব: ফরজ নামাজের তৃতীয় ও চতুর্থ রাকাতে শুধু সুরা ফাতিহা পড়া সুন্নত। তাই কেউ ভুলবশত এই দুই রাকাতে সূরা ফাতিহা না পড়লে নামাজ হয়ে যায়। সাহু সিজদা দিতে হয় না। (আল বাহরুর রায়েক ১/৩১২)
তবে ইচ্ছাকৃতভাবে এমনটি করা সুন্নতের প্রতি অবহেলার নামান্তর। সুতরাং ইচ্ছাকৃতভাবে এমনটি করা যাবে না। হাদিস শরিফে এসেছে, আবূ কাতাদাহ্ রাযি. হতে বর্ণিত, তিনি বলেন,
أَنَّ النَّبِيَّ ﷺ كَانَ يَقْرَأُ فِي الظُّهْرِ فِي الأُولَيَيْنِ بِأُمِّ الْكِتَابِ وَسُورَتَيْنِ، وَفِي الرَّكْعَتَيْنِ الأُخْرَيَيْنِ بِأُمِّ الْكِتَاب
নবী ﷺ যুহরের প্রথম দু’রাকাতে সূরা ফাতিহা ও দু’টি সূরা পড়তেন এবং শেষ দু’রাকাতে সূরা ফাতিহা পাঠ করতেন। (বুখারী ৭৪০)
والله اعلم بالصواب
উত্তর দিয়েছেন
শায়েখ উমায়ের কোব্বাদী