ফরয গোসলের সময় পানির ছিটা বালতিতে পড়লে তার হুকুম কী?

জিজ্ঞাসা–১৩৩১: আসসালামুআলাইকুম। ফর‍য গোসলে নাপাকী নিয়ে গোসল করার সময় নাপাক ধোয়ার সময় পানি ছিটা বালতিতে পড়লে বালতির পানি কি সব নাপাক হবে? নাপাকী পরিস্কার এর সময় তো মগ নিয়ে গোসল করি তা মগেও চলে যায়। আমি এক মুফতী সাহেবকে এই প্রশ্ন করেছিলাম। তিনি বলছিলেন যে নাপাকী থেকে বাচা যায় না তা নাপাকী না। গোসল এর সময় পানি ছিটা লাগবেই। তা নাপাক না। ২) নাপাকি (প্রস্রাব) যদি লুংগিতে লাগে তা শুকিয়ে গেলে তা নিয়ে গোসল করলে তার পান যদি বালতিতে পড়ে তাহলে কি সব পানি নাপাক হবে। যদি নাপাক হয় তাহলে ভাল পানি তার উপর ঢাললে পানি কি পাক হবে।–সালিম।

জবাব: وعليكم السلام ورحمة الله وبركاته

কোনো কাপড়ে নাপাকি লাগলে সেই কাপড়কে পাক করে নিতে হয়। তাই এ ব্যপারে পুরোপুরি সতর্ক থাকতে হয়। বিস্তারিত দেখুন-জিজ্ঞাসা নং–১৬১জিজ্ঞাসা নং–২৯০

তবে লেগে যাওয়ার ব্যাপারটি যদি নিশ্চিত না হয় তাহলে বাহ্যিক নাপাকি দেখা না গেলে এতে কোন অসুবিধা নেই। এর কারণে কাপড় বা শরীর নাপাক হয় না। কেননা, এক বর্ণনায় এসছে,

عَنِ ابْنِ عَبَّاسٍ، فِي الرَّجُلِ يَغْتَسِلُ مِنَ الْجَنَابَةِ فَيَنْضَحُ فِي إِنَائِهِ مِنْ غُسْلِهِ، فَقَالَ: لَا بَأْسَ بِهِ

হযরত আবদুল্লাহ ইবনে আব্বাস রাযি. ফরয গোসলের সময় পাত্রে পানির ছিটা পড়া সম্পর্কে বলেন, এতে কোনো সমস্যা নেই। (মুসান্নাফে ইবনে আবী শাইবা ৭৮৯)

অনুরূপভাবে বিখ্যাত তাবেয়ী ইমাম যুহরী রহ.-কে জনৈক ব্যক্তির (গোসলের হুকুম) সম্পর্কে জিজ্ঞাসা করা হয়, যার গোসল করার সময় গা বেয়ে পানির ছিটা পাত্রে পড়েছিল। উত্তরে তিনি বলেছিলেন, এতে ক্ষতির কিছু নেই। (মুসান্নাফ আবদুর রাযযাক ১/৯২)

والله اعلم بالصواب

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

five × 3 =