ফরয নামাযের পর মাথায় হাত রেখে পঠিত দোয়ার বিধান

জিজ্ঞাসা–৫১১: ফরয নামাযের পর অনেকে মাথায় রেখে দোয়া পড়ে। কী দোয়া পড়ে? আমি এক আলেমকে জিজ্ঞেস করেছি, তিনি বলেন, এটা বেদআত। আসলেই বেদআত? কোনো হাদীসে আছে? না কোনো বুযুর্গর আমল? বিস্তারিত জানতে চাই।–আপনার জনৈক মুসল্লি।

জবাব : এটাকে বেদআত বলা যাবে না। কেননা, এ মর্মে হাদিসে (তাবরানী ৩২৮৪, মাজমাউয যাওয়াইদ ১০/১১০) এসেছে,

أَنَّ النَّبِيَّ ﷺ كَانَ إِذَا صَلَّى وَفَرَغَ مِنْ صَلاتِهِ مَسَحَ بِيَمِينِهِ عَلَى رَأْسِهِ ، وَقَالَ : بِسْمِ اللَّهِ الَّذِي لا إِلَهَ إِلا هُوَ الرَّحْمَنُ الرَّحِيمُ ، اللَّهُمَّ أَذْهِبْ عَنِّي الْهَمَّ وَالْحَزَنَ

নবী ﷺ যখন নামায শেষ করতেন, তখন ডান হাত দ্বারা মাথা স্পর্শ করতেন এবং এই দোয়া পড়তেন-

بِسْمِ اللَّهِ الَّذِي لا إِلَهَ إِلا هُوَ الرَّحْمَنُ الرَّحِيمُ ، اللَّهُمَّ أَذْهِبْ عَنِّي الْهَمَّ وَالْحَزَنَ

হাদিসটিকে মুহাদ্দিসগণ ‘জঈফ’ তবে আমলযোগ্য বলেছেন। এবিষয়ে আরও বিস্তারিত জানার জন্য পড়ুন–জিজ্ঞাসা নং–৩১৫

والله اعلم بالصواب

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

15 − 11 =