জিজ্ঞাসা–১৮১১: ফেরেশতাদের মধ্যে কি নারী-পুরুষ আছে?–আবুল বাশার।
জবাব: আহলুস সুন্নাহ ওয়াল জামাতের বিশ্বাস হচ্ছে, মহান আল্লাহর বিস্ময়কর সৃষ্টি ফেরেশতারা পুরুষও নয়, আবার নারীও নয়। তারা লিঙ্গ নিরপেক্ষ সৃষ্টি। যেমন,
বিশিষ্ট তাবেয়ী সাঈদ ইবনুল মুসাইয়াব রহ বলেন,
المَلائِكةُ عليهم السَّلامُ ليسوا بذُكورٍ ولا إناثٍ، ولا يتوالدون، ولا يأكُلون ولا يَشرَبونَ
ফেরেশতারা, পুরুষও নয়, নারীও নয়। তারা পানাহার করে না। তারা বিবাহ-শাদী করে না। তার সন্তান জন্ম দেয় না। (ফাতহুল বারী ৬/৩০৬)
ইবনু হাজার আসকালানী রহ. বলেন,
إنَّ المَلائِكةَ ليسوا ذُكورًا ولا إناثًا
নিশ্চয় ফেরেশতারা, পুরুষও নয়, নারীও নয়। (ফাতহুল বারী ৮/২৯৮)
মোল্লা আলী কারী রহ. বলেন,
عبادٌ مُكرَمون، لا يَسبِقونَه بالقَولِ وهم بأمْرِه يَعمَلون، وأنَّهم معصومون ولا يَعصُون اللهَ، ومُنَزَّهون عن صفةِ الذُّكُوريَّةِ، ونَعْتِ الأُنوثيَّةِ، وقد أنكر اللهُ في كتابه على من قال إنَّهم بناتُ اللهِ؛ حيث قال: وَجَعَلُوا الْمَلَائِكَةَ الَّذِينَ هُمْ عِبَادُ الرَّحْمَنِ إِنَاثًا أَشَهِدُوا خَلْقَهُمْ سَتُكْتَبُ شَهَادَتُهُمْ وَيُسْأَلُونَ [الزخرف: 19]
ফেরেশতারা আল্লাহর সম্মানিত বান্দা। আল্লাহর প্রতিটি নির্দেশ তারা মান্য করে। তারা নিষ্পাপ। তারা আল্লাহর অবাধ্য হয় না। নারী ও পুরুষের বৈশিষ্ট্য থেকে মুক্ত। ফেরেশতাদের নারী হওয়ার দাবী আল্লাহ তাআলা কুরআন মজিদে প্রত্যাখ্যান করে দিয়েছেন। আল্লাহ বলেন, ‘আর তারা গণ্য করেছে রহমানের বান্দা ফেরেশতাদেরকে নারী। তারা কি তাদের সৃষ্টি প্রত্যক্ষ করেছে? তাদের সাক্ষ্য অবশ্যই লিখে রাখা হবে এবং তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হবে।’–সূরা যুখরুফ ১৯। (শরহু আল-ফিকহুল আকবার, পৃষ্ঠা ২৭)
ইবনে কাসির রহ. উক্ত আয়াতের ব্যাখ্যায় বলেন,
أخبر تعالى عنهم أنَّهم جعَلوا المَلائِكةَ الذين هم عبادُ الرَّحمنِ إناثًا، وجَعَلوها بناتِ اللهِ، وعَبَدوها معه، فأخطَؤُوا خَطَأً كبيرًا
আল্লাহ স্পষ্ট করে দিয়েছেন যে, মুশরিকরা আল্লাহর বান্দা ফেরেশতাদের নারী ও আল্লাহর কন্যা মনে করত এবং আল্লাহর সঙ্গে তাদের উপাসনা করা তা ছিল পুরোপুরি ভুল। (তাফসিরে ইবন কাসির ৪/৫৭৭)
শায়েখ উমায়ের কোব্বাদী