ফেসবুকে কোরআন শরীফের ছবি আপলোড করা যাবে কিনা?

জিজ্ঞাসা–৩১৪: ফেসবুকে কোরআন শরীফের ছবি আপলোড করা যায় কিনা?– আলিশা তাউফায।

জবাব: বৃক্ষ-লতা, প্রাকৃতিক দৃশ্য, কা‘বা গৃহ, মসজিদে নববী, বায়তুল আক্বছা বা অনুরূপ পবিত্র স্থান ও বস্তুসমূহের ছবি, যদি তা কোন প্রাণীর ছবি না হয়, তাহলে তা নিষেধ নয়। সুতরাং কোরআন শরীফের ফটোও নিষিদ্ধ ছবির অন্তর্ভূক্ত নয়। অতএব এই ছবি ফেসবুকে আপলোড করা যাবে। ইবনু আববাস বলেন, فَإِنْ كُنْتَ لاَ بُدَّ فَاعِلاً، فَاصْنعِ الشَّجَرَ وَمَا لاَ رُوحَ فِيهِ যদি তুমি নিতান্তই ছবি প্রস্ত্তত করতে চাও, তবে বৃক্ষ-লতার ছবি অংকন কর অথবা ঐসব বস্ত্তর ছবি, যাতে প্রাণ নেই’। (বুখারী: ২২২৫, ৫৯৬৩, ৭০৪২, মুসলিম: ২১১০, তিরমিযী: ১৭৫১, ২২৮৩,আবূ দাউদ: ৫০২৪)

والله اعلم بالصواب

আরো পড়ুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

twelve + eight =