জিজ্ঞাসা–৩১৪: ফেসবুকে কোরআন শরীফের ছবি আপলোড করা যায় কিনা?– আলিশা তাউফায।
জবাব: বৃক্ষ-লতা, প্রাকৃতিক দৃশ্য, কা‘বা গৃহ, মসজিদে নববী, বায়তুল আক্বছা বা অনুরূপ পবিত্র স্থান ও বস্তুসমূহের ছবি, যদি তা কোন প্রাণীর ছবি না হয়, তাহলে তা নিষেধ নয়। সুতরাং কোরআন শরীফের ফটোও নিষিদ্ধ ছবির অন্তর্ভূক্ত নয়। অতএব এই ছবি ফেসবুকে আপলোড করা যাবে। ইবনু আববাস বলেন, فَإِنْ كُنْتَ لاَ بُدَّ فَاعِلاً، فَاصْنعِ الشَّجَرَ وَمَا لاَ رُوحَ فِيهِ যদি তুমি নিতান্তই ছবি প্রস্ত্তত করতে চাও, তবে বৃক্ষ-লতার ছবি অংকন কর অথবা ঐসব বস্ত্তর ছবি, যাতে প্রাণ নেই’। (বুখারী: ২২২৫, ৫৯৬৩, ৭০৪২, মুসলিম: ২১১০, তিরমিযী: ১৭৫১, ২২৮৩,আবূ দাউদ: ৫০২৪)
والله اعلم بالصواب
উত্তর দিয়েছেন
শায়েখ উমায়ের কোব্বাদী
শায়েখ উমায়ের কোব্বাদী
আরো পড়ুন:
- ফেসবুকে পরনারীর সঙ্গে কথা বলা জায়েয আছে কি?
- ফেসবুকীয় গুনাহ থেকে তাওবা করেছি তবে…
- ফেসবুকে ইসলাম প্রচার করতে গিয়ে নকল আইডি ব্যবহার করা যাবে কি?
- ফেসবুক ইনস্টাগ্রাম ইত্যাদিতে ছবি পোস্ট করা জায়েয আছে কিনা?
- ফেসবুকে বা ম্যাসেঞ্জারে সালাম দিলে উত্তর কিভাবে দিবে? imo,whatsap,viber,messenger ইত্যাদিতে পাঠানো সালামের উত্তর দিতে হয় কিনা?
- নাপাক অবস্থায় কোরআন স্পর্শ করলে কী হবে?
- কোরআন শরিফ ছুঁয়ে প্রতিজ্ঞা করার পর সেই কাজ আবার করলে কাফফারা দিতে হয় কিনা?
- কোরআনের আইন বলতে কি বুঝায়?
- কোরআন শরীফ ধরে কোনো কিছু বললে সেটা কি ওয়াদা হয়?