জিজ্ঞাসা–১৬৫২: ফেসবুক পেইজ বুস্ট-প্রমোট করে টাকা ইনকাম করা যাবে কি?–আনিসুজ্জামান।
জবাব: প্রিয় প্রশ্নকারী ভাই, ফেসবুক পেইজ কিংবা প্রোফাইল বুস্ট-প্রমোট করে দিয়ে টাকা ইনকাম করা নিম্নোক্ত শর্তসাপেক্ষে জায়েয হবে।
১. যেহেতু বুস্ট-প্রমোট মূলতঃ একপ্রকার প্রেজেন্টেশন বা ইনভিটেশন যেন পোস্টটি বা পেইজটি মানুষের হোমপেইজে পৌঁছায় এবং তারা এতে লাইক দেয়। সুতরাং পোস্টটি বা পেইজটির মাঝে এমন কিছু থাকতে পারবে না, যা ইসলামের নীতিমালার সাথে সাংঘর্ষিক। বিশেষ করে পোস্টটি বা পেইজটির মাঝে এমন কোনো বিষয় থাকতে পারবে না, যা ঈমান-আকিদা নষ্টের ‘কারণ’ হয় এবং নাস্তিকতা কিংবা অশ্লীলতার প্রতি ধাবিত করে। কেননা, আল্লাহ তাআলা বলেন,
وَتَعَاوَنُوا عَلَى الْبِرِّ وَالتَّقْوَى وَلَا تَعَاوَنُوا عَلَى الْإِثْمِ وَالْعُدْوَانِ وَاتَّقُواْ اللّهَ إِنَّ اللّهَ شَدِيدُ الْعِقَابِ
তোমরা সৎকর্ম ও আল্লাহভীতিতে একে অন্যের সহযোগিতা করো, গুনাহ ও জুলুমের কাজে একে অন্যের সহায়তা করো না। আল্লাহকে ভয় কর। নিশ্চয় আল্লাহ তাআলা কঠোর শাস্তিদাতা। (সূরা মায়েদা ২)
রাসূলুল্লাহ ﷺ বলেছেন,
مَنْ دَعَا إِلَى هُدًى كَانَ لَهُ مِنْ الأَجْرِ مِثْلُ أُجُورِ مَنْ تَبِعَهُ لا يَنْقُصُ ذَلِكَ مِنْ أُجُورِهِمْ شَيْئًا وَمَنْ دَعَا إِلَى ضَلالَةٍ كَانَ عَلَيْهِ مِنْ الإِثْمِ مِثْلُ آثَامِ مَنْ تَبِعَهُ لا يَنْقُصُ ذَلِكَ مِنْ آثَامِهِمْ شَيْئًا
যে লোক সঠিক পথের দিকে ডাকে তার জন্য সে পথের অনুসারীদের প্রতিদানের সমান প্রতিদান রয়েছে। এতে তাদের প্রতিদান হতে সামান্য ঘাটতি হবে না। আর যে লোক গুনাহর দিকে ডাকে তার উপর সে রাস্তার অনুসারীদের গুনাহর অনুরূপ গুনাহ বর্তাবে। এতে তাদের গুনাহগুলো সামান্য হালকা হবে না। (মুসলিম ৬৫৬০)
২. কেবল লাইক পাওয়ার জন্য বাস্তবতা বিবর্জিত ও অসত্য তথ্যসম্বলিত কোনো পোস্ট বুস্ট করা যাবে না। কেননা, আল্লাহ তাআলা বলেন,
فَاجْتَنِبُوا الرِّجْسَ مِنَ الْأَوْثَانِ وَاجْتَنِبُوا قَوْلَ الزُّورِ
তোমরা মুর্তিপূজার নোংরামী থেকে বাঁচো এবং মিথ্যা কথা থেকে বাঁচো। (সূরা হজ ৩০)
৩. যদি কোনো পণ্যের বুস্ট করা হয় তাহলে উল্লেখিত শর্তগুলোর পাশাপাশি এর প্রতিও খেয়াল রাখতে হবে যে, যেন সেখানে কোনো প্রকার প্রতারণা না থাকে। কেননা, রাসূলুল্লাহ ﷺ বলেছেন,
مَنْ غشَّنَا فَلَيْسَ مِنَّا
যে প্রতারণা দেয় সে আমার দলভুক্ত নয়। (মুসলিম ১০১)