জিজ্ঞাসা–১৬৪৪: দেখা যায়, বিপদ থেকে বাঁচার জন্য বিভিন্ন ট্রাকের পেছনে জুতা ঝুলিয়ে রাখা হয়। আবার কাঁঠাল গাছ, পেপে গাছ ইত্যাদিতে ঝাড়ু ঝুলিয়ে রাখা হয়। এটার বিধান কী?–মাইমুনা আক্তার।
জবাব: সম্ভাব্য বিপদ থেকে বাঁচার উদ্দেশে ট্রাকের পেছনে জুতা ঝুলিয়ে রাখা অথবা গাছের মধ্যে ঝাড়ু ঝুলিয়ে রাখা ইত্যাদি যাবতীয় কাজ হলো নেহায়েত কুসংস্কার ও মূর্খতা ছাড়া কিছু নয়। বরং শুধু কুসংস্কারই নয়, এগুলো এক প্রকার শিরকি চিন্তা থেকে উৎসারিত। ইসলামের সঙ্গে যার বিন্দুমাত্র সম্পর্ক নেই। সুতরাং এসব কাণ্ড পরিহার করা আবশ্যক।
উল্লেখ্য, সম্ভাব্য বিপদাপদ থেকে বাঁচার জন্য হাদিসে বিভিন্ন আমল ও দোয়া শিক্ষা দেয়া হয়েছে। যেমন, আয়াতুল কুরসি, সূরা ফালাক, সূরা নাস ইত্যাদি। (বুখারী ২৩৬৬, ২৩৬৭)
সুতরাং এগুলোর উপর আমল করা যেতে পারে।
والله أعلم بالصواب
উত্তর দিয়েছেন